Advertisement
Advertisement
Priyanka Chopra

‘আমেরিকার স্বাধীনতা দিবসে বাজি পোড়াচ্ছেন আর দিওয়ালিতে দূষণ নিয়ে লেকচার’, কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা

ভারতের বায়ুদূষণ নিয়ে একাধিকবার প্রতিবাদ, এবার নিজেই মারাত্মক ট্রোলের শিকার 'দেশি গার্ল'।

Priyanka Chopra Celebrates July 4 With Fireworks, Gets Trolled
Published by: Sandipta Bhanja
  • Posted:July 5, 2025 12:55 pm
  • Updated:July 5, 2025 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকেই মার্কিন মুলুকের বাসিন্দা প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে ‘পাততাড়ি গুটিয়ে’ ‘দেশি গার্ল’ বর্তমানে হলিউডে রীতিমতো পরিচিত মুখ। চুটিয়ে কাজ করছেন পশ্চিমী বিনোদুনিয়ায়। তবে লস অ্যাঞ্জলসে থাকলেও দেশের আচার-রীতি পালন করে এযাবৎকাল প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু এবার আমেরিকার স্বাধীনতা দিবসে বাজি পোড়ানোর ভিডিও শেয়ার করে ‘মুখ পুড়ল’ অভিনেত্রীর।

Advertisement

৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। স্বামী নিক জোনাসের সঙ্গে উদযাপনে মেতেছিলেন প্রিয়াঙ্কাও। ইনস্টা স্টোরিতে সেলিব্রেশনের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গিয়েছে, বহু মানুষের ভিড়ে নিক জোনাসের হাত ধরে মার্কিন মুলুকের স্বাধীনতা দিবস উদযাপনে মাতোয়ারা তিনিও। একের পর এক বাড়ি ফাটছে। আর সেই ধোঁয়ায় ছেয়ে গিয়েছে আকাশ। সেই ভিডিও শেয়ার করেই দেশি গার্ল লিখেছেন, ‘৪ জুলাইয়ের শুভেচ্ছা সকলকে।’প্রিয়াঙ্কার এহেন উদযাপনের ঝলক দেখেই রে-রে করে উঠেছেন ভারতীয় নেটিজেনদের একাংশ। তাঁদের কথায়, ‘দিওয়ালির সময়ে ভারতীয়দের বাজি পোড়াতে নিষেধ করে এবার নিজেই আমেরিকার স্বাধীনতা দিবসে বাজি পোড়াচ্ছেন!’ কেউ কেউ আবার প্রিয়াঙ্কা চোপড়াকে ‘হিপোক্রিট’ বলেও কটাক্ষ করলেন।

একাংশ আবার বাজি পোড়ানোর ভিডিও দেখে প্রিয়াঙ্কাকে বায়ুদূষণের কথা মনে করিয়ে দিলেন। তাঁদের প্রশ্ন, ‘আর দিদি এবার বায়ুদূষণ নিয়ে আপনার লেকচার কোথায় গেল?’ উল্লেখ্য, ২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া এক ভিডিও বার্তায় সকলকে বাজি না পোড়ানোর আর্জি জানিয়েছিলেন। সেসময়ে অভিনেত্রী জানিয়েছিলেন, “আমার হাঁপানি রয়েছে। দয়া করে আমার শ্বাসরোধ করবেন না। তাই দিওয়ালিতে বাড়ি পোড়ানো থেকে বিরত থাকুন।” শুধু তাই নয়, ওই ভিডিওতেই প্রিয়াঙ্কা চোপড়া আর্জি জানিয়েছিলেন যে, এবার থেকে দীপাবলি শুধু আলোর উৎসব হোক। এখানেই শেষ নয়, তার পরের বছর ২০১৯ সালে দিওয়ালির পর পর দিল্লিতে শুটিং করতে গিয়ে সেখানকার বায়ুদূষণ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, “ভাগ্যিস আমাদের কাছে এয়ার পিউরিফায়ার আর মাস্ক রয়েছে। এখানে শুটিং করাই এত কঠিন, মানুষজন যে কীভাবে বাস করেন দিল্লিতে কে জানে?” এবার আমেরিকার স্বাধীনতা দিবসে বাজি পোড়়ানোর সাক্ষী থেকে ট্রোলের শিকার প্রিয়াঙ্কা চোপড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement