১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আমার সব কিছুই বড় পছন্দ!’ নিকের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

Published by: Akash Misra |    Posted: May 20, 2023 1:27 pm|    Updated: May 20, 2023 1:27 pm

Priyanka Chopra responds to 'why did you want such a big palace wedding'| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাসাদ ভাড়া করে বিয়ে করলে ক্ষতি কী? আমি তো কখনও বলিনি আমার এসব ভাল লাগে না। বরং সব বড় জিনিসই আমার পছন্দের। জীবনটা বড় হতে হবে তো! বিদেশি এক চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ঠিক এমনটাই জানালেন প্রিয়াঙ্কা চোপড়া।

বলিউডের পর্দায় প্রিয়াঙ্কাকে খুব একটা দেখা যায় না। তবে হলিউডে তিনি বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে সঙ্গী করেই বিদেশি এক চ্যানেলে নিজের বিয়ে কথা উঠতেই প্রিয়াঙ্কা সোজা সাপটা জানান, জাঁকজমক বিয়ে করলে ক্ষতি কোথায়!

[আরও পড়ুন: ‘গ্রেপ্তার’ অমিতাভ ! পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট বিগ বি’র]

আসলে সঞ্চালক প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে বসেন, প্রাসাদ ভাড়া করে বিয়ে করার পিছনে কী কারণ? প্রিয়াঙ্কা জানান, ”আমার স্বপ্নই ছিল খুব জাঁকজমকপূর্ণ বিয়ে। জীবনটাই খুব বড় করে দেখি। তবে প্রাসাদ ভাড়া করা হলেও, মাত্র ১১০ জন আমার বিয়েতে নিমন্ত্রিত ছিল। তবে চেয়েছিলাম, পোশাকে নজর কাড়তে। সেই কারণেই আমার বিয়ের পোশাকের ৭৫ ফুট লম্বা অতিরিক্ত কাপড় ট্রেল হিসেবে রাখা হয়েছিল। আমার মতে এতে কোনও ক্ষতি নেই।”

[আরও পড়ুন: ২৪ ঘণ্টা ধরে ‘হ্যাকড’ দেবের YouTube চ্যানেল, এদিকে ‘ব্যোমকেশ’ ব্যস্ত মধ্যপ্রদেশে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে