Advertisement
Advertisement

Breaking News

মুখে মাস্ক পরে হাসপাতালে, রাধিকার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

কেন হঠাৎ হাসপাতালে? জানালেন অভিনেত্রী।

Radhika Apte’s masked pic from hospital viral on Social media
Published by: Bishakha Pal
  • Posted:March 28, 2020 2:18 pm
  • Updated:March 28, 2020 9:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত সাড়ে ৫ লক্ষ মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত। বাদ নেই সেলিব্রিটিরাও। টম হ্যাংকস, ওলগা কুরিলিঙ্কো থেকে ভারতের কণিকা কাপুর, অনেকের শরীরে বাসা বেঁধেছে মারণ করোনা। এই পরিস্থিতিতে হাসপাতালে মাস্ক পরে উপস্থিত রাধিকা আপ্টে। আর তা নিয়ে চিন্তিত অনুরাগীরা। রাধিকা কি তবে করোনা পরীক্ষা করাতে গেলেন?

ঘটনার সূত্রপাত অভিনেত্রীর একটি ছবি ঘিরে। ছবিতে দেখা গিয়েছে হাসপাতালে গিয়েছেন রাধিকা। তাঁর মুখে মাস্ক। নেটদুনিয়ায় অভিনেত্রী এই ছবি পোস্ট করা মাত্র শুরু হয়ে গিয়েছে চর্চা। অনুরাগীরা আশঙ্কা প্রকাশ করেছেন, তবে কি করোনায় আক্রান্ত অভিনেত্রী? সম্প্রতি লন্ডন গিয়েছেন রাধিকা। গিয়েই পোস্ট করেন, সাবধানে লন্ডন পৌঁছেছেন তিনি। বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা যেন চিন্তা না করেন। তিনি সুস্থ আছেন। আর তারপরই হাসপাতালের ছবি প্রকাশ্যে আসে। তাই আশঙ্কার ব্যাপার রয়েছে বৈ কি! যদিও রাধিকা তাঁর পোস্টে জানিয়ে দিয়েছেন তিনি করোনায় আক্রান্ত নন। রুটিন চেকআপের জন্যই তিনি গিয়েছিলেন হাসপাতালে। যদিও তাতে আশঙ্কা পুরোপুরি কাটেনি। নাই বা হোক করোনা, শরীর নিশ্চয়ই অসুস্থ। মনে করছেন অনেকে। তাই কেউ লিখছেন, ‘শরীরের যত্ন নিন।’ কেউ আবার লিখছেন, ‘সাবধানে থাকুন।’

Advertisement

[ আরও পড়ুন: কোয়ারেন্টাইনে বিরুষ্কার কাণ্ডকারখানা, হেঁশেলের কাঁচি দিয়ে বিরাটের চুল কাটলেন অনুষ্কা ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Hospital visit! #notforcovid19 #nothingtoworry #alliswell #safeandquarantined 😷

Advertisement

A post shared by Radhika (@radhikaofficial) on

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস করোনা। বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজার। বর্তমানে এই প্রাণঘাতী ভাইরাসের ভরকেন্দ্র আমেরিকা ও ইউরোপ। ব্রিটেনেও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা। আর রাধিকাও রয়েছেন ব্রিটেনেই। স্বাভাবিকভাবেই প্রিয় অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে অনুরাগীমহল।

[ আরও পড়ুন: ‘মানুষ আপনাকে মনে রাখবে’, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তৎপরতায় মুগ্ধ পরিচালক সৃজিত ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ