Advertisement
Advertisement

Breaking News

Radhika Apte

একহাতে ব্রেস্ট পাম্প, অন্য হাতে শ্যাম্পেন! ‘ভুল বার্তা’, রাধিকা আপ্তের সমালোচনায় নেটপাড়া

গত ডিসেম্বরে মা হয়েছেন অভিনেত্রী।

Radhika Apte’s new picture with breast pump and champaign sparks debate
Published by: Biswadip Dey
  • Posted:February 18, 2025 9:26 pm
  • Updated:February 18, 2025 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে রাধিকা আপ্তে। অন্তঃসত্ত্বা হতে না চেয়েও তিনি গর্ভধারণ করেছেন এমন এক মন্তব্য করেছিলেন তিনি। তা নিয়ে সমালোচিত হতে হয়েছিল তাঁকে। এবার বিতর্ক ঘনাল অন্য কারণে। গত ডিসেম্বরেই মা হয়েছেন অভিনেত্রী। এবার তাঁকে দেখা গেল এক হাতে শ্যাম্পেন, অন্য হাতে ব্রেস্ট পাম্প নিয়ে ছবি তুলতে।

সম্প্রতি বাফটা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই শৌচাগারের ভিতরে এই ভঙ্গিতে দেখা গিয়েছে রাধিকাকে। তিনি ইনস্টায় পোস্ট করেছেন ছবি। দাবি করেছেন, তাঁকে সাহায্য করেছেন নাতাসা নামের এক মহিলা। যার ফলে একদিকে ব্রেস্ট পাম্প করা সম্ভব হয়েছে। অন্যদিকে শ্যাম্পেন পান করার সুযোগও মিলেছে। তিনি লিখলেন, ‘নতুন মা হলে কাজ করাটা কঠিন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন যত্ন খুবই বিরল।’

Advertisement

সোশাল মিডিয়ায় এই ছবি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এক নেটিজেনের দাবি, ‘আমি দুঃখিত রাধিকা। কিন্তু এই ছবি ভুল বার্তা পৌঁছে দেবে। আপনি যদি স্তন্য বের করার সময় পানও করেন তাহলে সেই দুধে অ্যালকোহল মিশে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। ফলে আপনার শিশুর শরীরেও তা প্রবেশ করবে। যা ওর জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর।’

তবে অন্য একজন দাবি করেছেন, এতে কোনও সমস্যা নেই। সন্তানকে স্তন্যপান করানোর সময় শ্যাম্পেন পান করায় কোনও ক্ষতি নেই। এভাবেই নানা মত ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। সব মিলিয়ে বিতর্ক ক্রমেই দানা বেঁধেছে। অধিকাংশই কিন্তু প্রশ্ন তুলেছেন, সন্তানকে স্তন্যপান করানোর সময় মদ্যপান করার প্রয়োজনটাই বা কী?

গত বছরের শেষ মাসে, সকলকে নিজের মা হওয়ার খবর শোনান রাধিকা আপ্তে। তার আগে গত ১৭ আক্টোবর আচমকাই বেবিবাম্প-সহ ছবি পোস্ট করেন তিনি। যদিও ক্যাপশনে নিজের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সেই সময় কোনও কথা লেখেননি অভিনেত্রী। তবে ছবি দেখেই নায়িকার অনুরাগী ও সহকর্মীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement