Advertisement
Advertisement
Raima Sen

‘পরশুই ভিডিও পাঠিয়েছিলাম, আজ উনি নেই!’, প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ রাইমা

প্রদীপ সরকারের 'পরিণীতা' ছবিতে অভিনয় করেছিলেন রাইমা।

Raima Sen expresses Grief ove Director Pradeep Sarkar Death| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 24, 2023 1:33 pm
  • Updated:March 24, 2023 1:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রদীপ সরকারের ‘পরিণীতা’ ছবিতে বিদ্যা বালানের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন রাইমা সেন। প্রদীপ সরকারের সঙ্গে বিজ্ঞাপন শুটও করেছিলেন। সেই থেকেই পরিচালকের সঙ্গে পরিচয়। নিয়মিত ফোনে, হোয়াটসঅ্যাপে প্রদীপ সরকারের যোগাযোগও ছিল রাইমা সেনের। এমনকী, গত ২২ মার্চ হোয়াটসঅ্যাপে প্রদীপ সরকারকে ভিডিও পাঠিয়ে ছিলেন রাইমা। আর তারপরেই জানতে পারলেন তাঁর মৃত্যুর খবর।

এক ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা বললেন, ”সম্প্রতি একটা অ্যাওয়ার্ড শোয়ে আমি প্রদীপ সরকার ও বিনয় শুক্লাকে ধন্যবাদ জানিয়ে ছিলাম। সেই ভিডিও আমি পাঠিয়েছিলাম তাঁকে। তিনি কোনও রিপ্লাই করেননি। আমার খুব অবাক লেগেছিল। আজকে সকাল দেখলাম তাঁর স্ত্রী সেই  হোয়াটসঅ্যাপের মেসেজে জানাল দাদা আর নেই। আমি শোকস্তব্ধ। অনেক কথা মনে পড়ছে আমার।”

Advertisement

[আরও পড়ুন: বিদ্যার ‘পরিণীতা’ থেকে ‘ইউফোরিয়া’র ভিডিও অ্যালবাম, বাঙালিয়ানাকেই বেছে নিতেন প্রদীপ সরকার]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘পরিণীতা’ ছবির পরিচালক প্রদীপ সরকার। ডায়ালিসিস চলছিল তাঁর। হঠাৎ করেই দেহে পটাশিয়ামের মাত্রা কমে যায় পরিচালকের। রাত ৩ টে নাগাদ হাসপাতালে ভরতি করা হলে শেষরক্ষা হয়নি।

[আরও পড়ুন: প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক প্রদীপ সরকার ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement