Advertisement
Advertisement

Breaking News

Rajinikanth

‘তামিলনাড়ুর লজ্জা! লোকসভার আগে পা চাটছেন?’, যোগীর পা ছুঁয়েই কেলেঙ্কারি, রোষানলে রজনীকান্ত

যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করায় নেটপাড়ায় কটাক্ষের শিকার রজনীকান্ত।

Rajinikanth Gets Trolled For Touching UP CM Yogi Adityanath's Feet | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 21, 2023 9:26 am
  • Updated:August 21, 2023 9:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বয়সে ছোট যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম। রবিবারই অযোধ্যা সফর। হনুমানগড়িতে পুজো দিয়ে রজনীকান্ত মুখ খুলেছেন রামমন্দির নিয়েও। জানিয়েছেন মন্দিরের দ্বারোদ্ঘাটনের অপেক্ষায় তিনি। দক্ষিণী সুপারস্টারের উত্তরপ্রদেশ সফরে একের পর এক চমক। বিনোদুনিয়া থেকে রাজনৈতিক ময়দান, সকলের চোখই থালাইভার গতিবিধিতে। আর ৭২ বছর বয়সি মেগাস্টারের ‘কীর্তি’ দেখেই বেজায় চটেছে দ্রাবিড়ভূমের একাংশ। অতঃপর রজনী আন্নাকে কটাক্ষ করতেও পিছপা হলেন না তাঁরা।

যে অনুরাগীরা রজনীকান্তের সিনেমা হলেই স্কুল কেটে, অফিস কামাই করে প্রেক্ষাগৃহে হুল্লোড় করতেন, তাঁদেরই মনোক্ষুণ্ণ হয়েছে দক্ষিণী সুপারস্টারকে যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করতে দেখে। কটাক্ষ করে কেউ বলছেন, ‘আপনি তামিলনাড়ুর লজ্জা!’ কারও বা প্রশ্ন, ‘২০২৪ সালের আগে পা চাটা শুরু করলেন নাকি?’ কেউ বলছেন, ‘আজকে রজনীভক্তরা বুঝতে পারবে, পর্দার অভিনেতা আর বাস্তবের মানুষটা কতটা আলাদা!’ কারও প্রশ্ন, ‘আপনি কি নিজের আত্মসম্মান বোধ তামিলনাড়ুতেই ফেলে গিয়েছেন?’

Advertisement

কেউ বা আবার অভিনেতার ‘কালা’ ছবি প্রণামের দৃশ্য শেয়ার করেও মনে করিয়ে দিলেন তিনি আদতে কী পাঠ দিয়েছিলেন ওই ছবিতে। এক দৃশ্যে রজনীকান্তকে বলতে শোনা গিয়েছিল, ‘নমস্কার অবধি ঠিক আছে, প্রণামের প্রয়োজন নেই।’ আর সেই অভিনেতাই কিনা বয়সে ছোট যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করলেন! শোনা গিয়েছে, যোগী নাকি দাক্ষিণাত্যভূমের মেগাস্টারকে একটি বই এবং ছোট গণেশের মূর্তি উপহার দিয়েছেন।

[আরও পড়ুন: শনিতে যোগীর পা ছুঁয়ে প্রণাম, রবিতে অযোধ্যায় ‘ইচ্ছেপূরণ’ রজনীকান্তের, মুখ খুললেন রামমন্দির নিয়েও]

প্রসঙ্গত, শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথের সঙ্গে দেখা করতে যান রজনীকান্ত। বক্সঅফিস কাঁপানো ৭২ বছরের মেগাস্টার ৫১ বছর বয়সি রাজনীতিবিদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। যা দেখে তাজ্জব নেটপাড়া। অতঃপর কটাক্ষ করতেও ছাড়লেন না রজনীকান্তকে।

[আরও পড়ুন: ‘গদর’ সাফল্যের মাঝেই মাথায় বাজ! ঋণ না দেওয়ায় নিলামে উঠল সানি দেওলের সাধের ‘জুহু ভিলা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ