Advertisement
Advertisement

Breaking News

Election Commission

‘দর্শক হয়ে থাকবেন না, দেশ বদলানোর কর্মযজ্ঞে অংশ নিন’, ভোট চাইলেন রাজকুমার রাও

বলিউডের 'নিউটন' এবার নির্বাচন কমিশনের হাতিয়ার।

Rajkummar Rao appointed as Election Commission's national icon, Video out | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 30, 2023 9:40 am
  • Updated:November 30, 2023 10:48 am

সোমনাথ রায়, নয়া দিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগেই শোনা গিয়েছিল রাজকুমার রাওকে নিয়ে নাকি বড়সড় ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। সেই জল্পনাই এবার সত্যি হল। দেশ বদলানোর কর্মযজ্ঞে এবার আর শুধু দর্শক না থেকে কোমর বেঁধে ময়দানে নামার আহ্বান জানালেন বলিউড অভিনেতা। বলছেন, “দেশের ফর্ম ফিল আপ করেছো? শুধু দর্শক হয়ে থাকবেন না, অংশও নিন।”

ভোট করাতে বলিউডের সেই ‘নিউটন’কেই হাতিয়ার করল নির্বাচন কমিশন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমায় রাজকুমার রাওকে দেখা গিয়েছিল ছাপোষা এক সরকারি কর্মচারীর ভূমিকায়, যাঁর উপর জঙ্গলমহলে ভোট করানোর দায়িত্ব পড়ে। মাওবাদী অধ্যুষিত এলাকায় মাত্র ৭৬জন আদিবাসীর ভোটগ্রহণ করতে যেভাবে হিমশিম খেতে হয়েছিল ‘নিউটন’ রাজকুমারকে। সেই ছবির চরিত্রই এবার নির্বাচন কমিশনের হাত ধরে বাস্তবায়িত হল।

Advertisement

[আরও পড়ুন: পিয়া-পরমের বিয়ে নিয়ে ব্যঙ্গ! ‘কারও রেহাই নেই’, আবিরের স্ত্রীর পোস্টে গর্জে উঠলেন স্বস্তিকা-ইমন]

বলিউডের পর্দায় ঠিক যেভাবে গণতন্ত্রের হয়ে সুর চড়িয়েছিলেন রাজকুমার রাও, এবার দেশের স্বার্থে, দশের স্বার্থেও প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানালেন অভিনেতা। নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে সম্প্রতি রাজকুমার রাওয়ের এক বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই অভিনেতাকে দেখা গেল সকলকে ভোটে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে।

Advertisement

[আরও পড়ুন: সায়নী দত্তর বিয়েতে মুখ্যমন্ত্রী মমতার বিশেষ উপহার, ‘দিদি’র আশীর্বাদে আপ্লুত অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ