Advertisement
Advertisement
Durga Puja 2024

প্রথমবার সিরিজে ‘মহিষাসুরমর্দিনী’, উমা রূপে রাজনন্দিনীর লুক প্রকাশ্যে

হইচই-এর বড় চমক! ওটিটি প্ল্যাটফর্মে মহালয়ার অনুষ্ঠান।

Rajnandini Paul played durga in Hoichoi's Mohishashurmordini series
Published by: Sandipta Bhanja
  • Posted:September 6, 2024 11:06 am
  • Updated:September 6, 2024 11:06 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালের নিয়মে টেলিপর্দায় মহালয়ার অনুষ্ঠানে নতুনত্বের ছোঁয়া আগেই এসেছিল। এবার আরও একধাপ এগিয়ে ভাবল হইচই। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার সিরিজের আকারে আসছে মহালয়ার অনুষ্ঠান। ‘মহিষাসুরমর্দিনী’ অবতারে যে রাজনন্দিনী পালকে (Rajnandini Paul) দেখা যাবে, সংবাদ প্রতিদিন ডিজিটাল সেই খবর আগেই জুলাই মাসেই প্রকাশ করেছিল। এবার উমা রূপে অভিনেত্রীর লুক প্রকাশ্যে এল।

Advertisement

হইচই-এর এই নতুন সিরিজের নাম ‘মহিষাসুরমর্দিনী’ (Mohishashurmordini)। পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়। আদিশক্তি মহামায়াকে ঘিরেইএই বিশেষ সিরিজের কাহিনী আবর্তিত হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বিন্ধ্যবাসিনী, দুর্গা এবং মহিষাসুরমর্দিনীর মতো দেবীর নানা অবতার দেখা যাবে সিরিজে। এই সিরিজে ঘোড়াসুর, মহিষাসুর বধের পাশাপাশি সতীর দেহখণ্ডন, শিবের তাণ্ডবও দেখা যাবে। আগামী ২ অক্টোবর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘মহিষাসুরমর্দিনী’।

Advertisement

[আরও পড়ুন: এই দুর্গাপুজোয় নারীশক্তির জয়গান গাইবেন আলিয়া, ‘জিগরা’য় মারকাটারি নায়িকা]

রাজনন্দিনীকে বর্তমানে হইচই-এর ‘ঘরের মেয়ে’ বললেও অত্যুক্তি হয় না! সংশ্লিষ্ট ওটিটি চ্যানেলের একাধিক সিরিজে নজর কেড়েছেন অভিনেত্রী। এবার দুর্গতিনাশিনীর ভূমিকায় অভিনয় করার জন্যও তাঁকেই বেছে নিয়েছে হইচই। এযাবৎকাল মহালয়ার সকাল মানেই চ্যানেল চ্যানেলে তারকাখচিত অসুরবধের শো। তবে এই প্রথমবার মা দুর্গার অসুর বধের বর্ণনা নিয়ে সিরিজের মোড়কে আসছে মহালয়া। হইচই-এর ‘দুর্গা’ রাজনন্দিনী পালকে কোরিওগ্রাফি করেছেন সুকল্যাণ ভট্টাচার্য।

এর আগে মহামায়ারূপে টেলিপর্দায় ধরা দিয়েছেন দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেত্রীরাও। তবে তাঁদের হাত ধরে মহালয়াকে নতুন মোড়কে দেখলেও সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মতো ধ্রুপদী নাচে পটিয়সী একজন শিল্পীই মা দুর্গার ভূমিকায় আপামর দর্শকদের কাছে প্রথম পছন্দ। আজও তা বদলায়নি। ওদিকে দর্শক টানতে চ্যানেলগুলির দ্বৈরথ। তাই বর্তমানে সিনে-স্টারদের দুর্গার ভূমিকায় কাস্ট করা হয়। এবার মহালয়াকে সিরিজের মোড়কে এনে চমক দিতে চলেছে হইচই। এবার রাজনন্দিনী পালের দুর্গারূপী লুক প্রকাশ্যে এল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ