BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ক্যানসার মুক্ত মা, রাস্তায় বসে পড়ে ‘দেবদূত’ সলমন খানকে কুর্নিশ জানালেন রাখি

Published by: Suparna Majumder |    Posted: April 19, 2021 8:14 pm|    Updated: April 19, 2021 8:14 pm

Rakhi Sawant’s mother thanks Salman Khan for sponsoring cancer surgery | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার (Cancer) আক্রান্ত মায়ের সফল অস্ত্রোপচার হয়েছে। রাস্তায় বসে পড়ে ‘দেবদূত’ সলমন খানকে (Salman Khan) ধন্যবাদ দিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। প্রকাশ্যে এসেছে রাখির একটি ভিডিও। যেখানে অভিনেত্রী জানিয়েছেন, কীভাবে সলমনের সাহায্যে তাঁর মা নতুন জীবন ফেরত পেয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: করোনাই কারণ! সাময়িকভাবে বন্ধ থাকছে শহরের একাধিক সিনেমা হল]

কিছুদিন আগে রিয়্যালিটি শো ‘বিগ বস ১৪’র (Bigg Boss) বেশ কিছু এপিসোডে দেখা গিয়েছিল রাখিকে। তখনই মায়ের অসুস্থতার কথা জানতে পারেন রাখি। তা শুনেই শোয়ে ভেঙে পড়েছিলেন রাখি। সোমবার প্রকাশ্যে আসা ভিডিওতে জানান, সলমন খান, তাঁর ভাই সোহেল খান কীভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন। বলিউডের সুলতানের জন্যই ডা. সঞ্জয় শর্মার মতো ক্যানসার বিশেষজ্ঞ তাঁর মায়ের চিকিৎসা করেছেন। বিশাল একটি ম্যালিগন্যান্ট টিউমার ছিল রাখির মায়ের শরীরে। সেটি সফলভাবে বের করা সম্ভব হয়েছে। ক্যানসারের কোনও চিহ্ন আর তাঁর মায়ের শরীরে নেই বলেই জানিয়েছেন রাখি সাওয়ান্ত। অভিনেত্রী জানান, সলমন খান ও তাঁর পরিবারের জন্যই এটা সম্ভব হয়েছে। তাঁর যাবতীয় ভাল কাজের ফল যেন সলমন পান। একথা বলতে বলতেই রাস্তায় বসে পড়েন অভিনেত্রী। মাথা নত করে বলিউডের সুলতানকে ধন্যবাদ জানান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

উল্লেখ্য, এর আগেও রাখির পাশে দাঁড়িয়েছিলেন সলমন খান। ‘বিগ বস’-এর তারকা প্রতিযোগী অভিনব শুক্লার (Abhinav Shukla) প্যান্টের ফিতে খুলে দিয়েছিলেন রাখি। তাতেই ক্ষিপ্ত হয়েছিলেন নেটিজেনদের একাংশ। টুইটারে অনেকেই পুরুষ নিগ্রহের অভিযোগ তুলেছিলেন। সেই সময়ও রাখির পাশে দাঁড়িয়েছিলেন ‘দাবাং’ খান। উলটে কিছু প্রতিযোগীর বিরুদ্ধে রাখিকে উসকানোর অভিযোগ জানিয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: OMG! সুন্দর হওয়ার মোহে ডাক্তারের কাছে গিয়ে এ কী হল অভিনেত্রীর! ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে