Advertisement
Advertisement
Ranbir Kapoor

ককপিটে বসে রশ্মিকার ঠোঁটে ঠোঁট রাখলেন রণবীর! ছবি ভাইরাল হতেই হইচই

ছবিটা আলিয়ার চোখে পড়েছে ?

Ranbir Kapoor kisses Rashmika Mandana, Photo goes Viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 10, 2023 12:29 pm
  • Updated:October 10, 2023 2:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকাকে চুমু খেলেন রণবীর কাপুর! কাণ্ড দেখে বলিউড তোলপাড়া। মেঘের দেশে উড়ে, ককপিটের মধ্য়েই রশ্মিকাকে জড়িয়ে একেবারে চকাস চুমু! ব্যস, আকাশ পথে প্রেমের আগুন জ্বলে উঠল। আর এসব দেখে আলিয়ার কী প্রতিক্রিয়া? আরে বাবা, আলিয়া আবার কী ভাববেন, গোটা কাণ্ডটাই তো ফিল্মি।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। আসলে বুধবার মুক্তি পেতে চলেছে রণবীর ও রশ্মিকা অভিনীত নতুন ছবি ‘অ্যানিমেল’-এর গান হুয়া ম্যায়। সেই গানের একটি ঝলকেই রশ্মিকাকে ঠোঁটঠাসা চুমু খেলেন রণবীর। আর সেই ছবি সোশাল মিডিয়ায় আসতেই একেবারেই হইচই পড়ে গেল বলিপাড়ায়। এই ছবি শেয়ার করেছেন রশ্মিকাও। পোস্টে লিখলেন, ‘আমার প্রিয় গান’।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

Advertisement

[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]

‘অ্যানিম্যাল’ (Animal), যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায় ছিল ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর (Ranbir Kapoor)। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য অবতারে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।

‘অ্যানিম্যাল’ (Animal), যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায় ছিল ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর (Ranbir Kapoor)। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য অবতারে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।

[আরও পড়ুন: গোপনে মা হলেন বিদ্যা বালন! মেয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ