Advertisement
Advertisement
Ranveer Singh

দীপিকার সন্তান প্রসবের আগে তড়িঘড়ি মুম্বইতে ফিরলেন রণবীর সিং

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তড়িঘড়ি মায়ানগরীতে ফিরলেন রণবীর।

Ranveer Singh Returns To Mumbai Days Ahead of Deepika Padukone's Deliver
Published by: Sandipta Bhanja
  • Posted:September 4, 2024 8:27 pm
  • Updated:September 4, 2024 8:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের সূত্রেই মুম্বইয়ের বাইরে ছিলেন রণবীর সিং। এদিকে অন্তঃসত্ত্বা স্ত্রী বর্তমানে মুম্বইতে। সোমবারই ‘ম্যাটারনিটি শুটে’র ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন তারকা দম্পতি। হবু বাবা-মায়ের হাসিখুশি মুখ দেখে আনন্দে আত্মহারা অনুরাগীরাও। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তড়িঘড়ি মায়ানগরীতে ফিরলেন রণবীর।

হবু বাবাকে বিমানবন্দর থেকে বেরতে দেখে উচ্ছ্বসিত পাপারাজ্জিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না। পরনে সাদা হুডি, ম্যাচিং পায়জামা, সঙ্গে লং কোট। আর মুখে মাস্ক। বরাবরের মতো ফ্যাশনিস্তা লুকে ধরা দিলেন রণবীর সিং। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। সেপ্টেম্বর মাসেই দীপিকা ও রণবীরের (Ranveer Singh, Deepika Padukone) সোনার সংসারে আসছে ছোট্ট সদস্য। দুই থেকে তিন হওয়ার খুশিতে দিন কাটছে রণবীর-দীপিকার। সন্তান আসার আগেই ১০০ কোটির নতুন বাংলো বাড়ি তৈরি করে চমক দিয়েছেন তারকা দম্পতি। মন্নতের পাশেই সেই বাংলো। শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর-দীপিকা। শোনা যাচ্ছে, খুদেকে নিয়েই সেখানে গৃহপ্রবেশ করবেন তাঁরা। কিন্তু কবে ভূমিষ্ঠ হতে চলেছে বলিউডের তারকা দম্পতির সন্তান? কৌতূহল অনুরাগীদের।

Advertisement

[আরও পড়ুন: উগ্র পৌরষত্বের ডঙ্কা বাজানো ‘অ্যানিম্যাল’কে কষিয়ে চড় ‘স্ত্রী ২’র, বক্স অফিসে নারীতন্ত্রের জয়]

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠ সূত্রে খবর মিলেছে, আগামী ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হবেন দীপিকা পাড়ুকোন। তবে আরেক ঘনিষ্ঠ সূত্রের দাবি, তার আগেই অভিনেত্রী মা হতে পারেন। আপাতত হবু সন্তানের জন্য ঘর সাজাতে ব্যস্ত দম্পতি। মা হওয়ার এই সফর যে বলিউড ‘মাস্তানি’ বেশ চুটিয়ে উপভোগ করছেন, সেকথাও জানা গিয়েছে। সূত্রের খবর, মা হওয়ার পর মাস কয়েকের বিরতিতে থাকবেন দীপিকা পাড়ুকোন। সেই সময়টুকু শুধু সন্তানের সঙ্গেই কাটাতে চান অভিনেত্রী। তার পর ২০২৫ সালের মার্চ মাস থেকে কাজে ফিরবেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

[আরও পড়ুন: ‘বাম-তৃণমূল না বিজেপি, দিদি তুমি কার?’, অপর্ণা সেনের ছবি দিয়ে আক্রমণাত্মক জীতু কমল!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement