BREAKING NEWS

১০ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ফারহানের ‘ডন থ্রি’ থেকে বাদ শাহরুখ! জানেন কে হবেন এই ছবির নায়ক?

Published by: Akash Misra |    Posted: May 19, 2023 5:22 pm|    Updated: May 19, 2023 5:22 pm

Ranveer Singh to replace Shah Rukh Khan in Farhan Akhtar's directorial| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডন থ্রি ছবিতে থাকছেন না শাহরুখ খান! হ্যাঁ, বলিউড এখন সরগরম এই খবরেই। শোনা যাচ্ছে, ফারহান আখতারের ‘ডন থ্রি’ ছবি থেকে বাদ পড়েছেন বাদশা। বদলে ফারহানের পছন্দ রণবীর সিং! তবে এই নিয়ে বলিউডের হাওয়ায় খবর উড়লেও, এই নিয়ে আপাতত কিছু বলতে নারাজ ফারহান। তবে হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন, রটে যাওয়া খবর একটা ভুল না।

[আরও পড়ুন: বউমাকে টেক্কা শাশুড়ির! আলিয়ার ৩৭ কোটির বাংলো পরই বিলাসবহুল বাড়ি কিনলেন নীতু সিং]

‘পাঠানে’র পর শাহরুখের ঝুলিতে এখন দুটি ছবি। রয়েছে ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’। অন্যদিকে রণবীর সিং সবে শেষ করেছেন ‘রানি রকি কি প্রেম কাহিনি’র শুটিং। শোনা যাচ্ছে, ফারহানের সঙ্গে নাকি নানা বৈঠকেই বসছেন রণবীর। ছবি নিয়ে চলছে প্রচুর আলোচনা। তবে এই ছবির কাজ শুরু হবে কবে থেকে, তা জানা যায়নি।

Reports: Rohini Hattangadi feels Ranveer Singh doesn't behave appropriately in public

অন্য়দিকে শোনা গিয়েছে, ‘ডন থ্রি’ ছবিতে নাকি দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকেও। তবে এই নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন ‘ডন থ্রি’ টিম।

[আরও পড়ুন: Cannes-এর রেড কার্পেটে ভ্রান্তিবিলাস, উর্বশীকে ঐশ্বর্য বলে ডাক! ‘হোমওয়ার্ক করুন..’ উড়ল কটাক্ষ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে