৭ চৈত্র  ১৪২৯  বুধবার ২২ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

দুবাইয়ে বিজয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রশ্মিকা, বিয়ে কি তবে পাকা?

Published by: Akash Misra |    Posted: February 1, 2023 5:07 pm|    Updated: February 1, 2023 5:07 pm

Rashmika Mandanna accepts holidaying with Vijay Deverakonda| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা আর বিজয় দেবরাকোন্ডা যে প্রেম করছেন, তা বহুদিন আগে থেকেই গুঞ্জনে ছিল। তবে এবার সেই গুঞ্জনের আগুনে রীতিমতো আগুন ঢাললেন রশ্মিকা নিজেই। প্রকাশ্য়েই যেন জানিয়ে দিলেন, বিজয়কেই মন দিয়েছেন তিনি।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাঁদের। শোনা যাচ্ছে, বিয়ের পাকা কথা বলতেই নাকি রশ্মিকা উড়ে গিয়েছেন দুবাইয়ে। তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ রশ্মিকা ও বিজয় দুজনে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, দুবাইয়ে ছুটি কাটাতে আগেই পৌঁছে গিয়েছিলেন, তার একদিন পরেই দুবাইয়ে উড়ে যান তিনি।

দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ (Pushpa) ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’ (Shami Shami) নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তাঁর প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার (Vijay Deverakonda) সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।

[আরও পড়ুন: নেটফ্লিক্সে আসছে নয়া তথ্যচিত্র ‘দ্য রোমান্টিকস’, থাকছেন অমিতাভ, শাহরুখও]

রশ্মিকা মন্দানা যদি ‘জাতীয় ক্রাশ’ হন, তাহলে দক্ষিণী নায়ক বিজয়ের ফ্যান ফলোয়িংও কিছু কম নয়। বক্স অফিসে ঝড় তোলা ‘পুষ্পা’ ছবির নায়ক আল্লু অর্জুনের সঙ্গে টক্করও রয়েছে বিজয়ের। অনুরাগীরা মনে করেন, বিজয়ের হাতেই রয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা ও বিজয়।

বেশ কয়েকদিন ধরেই রশ্মিকা ও বিজয়ের প্রেমের গল্প নিয়ে গুঞ্জন চলছে। দক্ষিণী ছবির সঙ্গে সঙ্গে বিজয়ের পাখির চোখ এখন বলিউড। অন্যদিকে রশ্মিকাকে নিয়েও কাজ করতে চাইছেন বলিউডের বেশ কয়েকজন পরিচালক। আর সেই কারণেই নাকি মুম্বইয়ে একটা ফ্ল্য়াট কিনেছেন। নিন্দুকদের কথায়, এই ফ্ল্যাটেই নাকি একসঙ্গে থাকার প্ল্যান রশ্মিকা ও বিজয়ের। তবে বিয়ে, প্রেম নিয়ে সেভাবে এখনও মুখ খুলতে দেখা যায়নি রশ্মিকাকে। সম্প্রতি বিয়ের প্রশ্নে রশ্মিকা জানিয়েছেন, আমার এখনও বিয়ের বয়স হয়নি। আপাতত কেরিয়ারে মন দিতে চাই। তবে বিজয়ের সঙ্গে প্রেমের বিষয়ে রশ্মিকা কিন্তু মুচকি হেসেছেন।

[আরও পড়ুন: সাফল্যের শিখরে ‘পাঠান’, এর মধ্যেই শাহরুখ ফিরলেন ‘জওয়ান’ ছবির ফ্লোরে, ভাইরাল ছবি]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে