সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant singh Rajput)মৃত্যুর পর থেকেই ঝড় বয়ে গিয়েছে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) জীবনে। সিনেমা তো দূর অস্ত, রিয়ার নামই সেই সময় বলিউডে প্রায় নিষিদ্ধ ছিল। জেলে থেকে ছাড়া পেলেন। তবুও থামল না বিতর্ক। মুম্বইয়ে থাকতে চাইলেন, বাড়ি খুঁজতে গিয়ে হেনস্তা। শেষমেশ, অনেক কষ্টে মাথা গোঁজার জায়গা পেলেন রিয়া। একটু একটু করে জীবনটাকে ফের গুছিয়ে নিতে শুরু করলেন প্রয়াত নায়ক সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া। তবুও সুযোগ পেলেই নেটিজেনরা এখনও আক্রমণ শুরু করেন। তবে এসব থেকে এখন দূরেই থাকতে চান রিয়া। যে করেই হোক পুরনো বিতর্কের দাগ মিটিয়ে নতুন অধ্যায়ের শুরু করতে চলেছেন রিয়া। তার শুভ শুরুওয়াত ‘চেহরা’!
করোনা আবহে বহুদিন ধরেই আটকে ছিল অমিতাভ বচ্চন, ইমরান হাসমি, রিয়া চক্রবর্তী অভিনীত ছবি ‘চেহরা’। অবশেষে আগামী ২৭ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার পোস্ট করে অমিতাভ লিখলেন, ‘আপনাদের সাবধান করা হচ্ছে। খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেই খেলার মুখোমুখি হতে তৈরি থাকুন। এই দোষের দায়ভার আপনার রয়েছে। প্রেক্ষাগৃহে আসছে চেহরা।’
View this post on Instagram
[আরও পড়ুন: ব্যোমকেশ নয়, এবার পুজোয় গোয়েন্দা সুব্রত শর্মাকে নিয়ে আসছেন Anjan Dutta!]
আদতে বাঙালি পরিবারের মেয়ে রিয়া৷ পড়াশুনো, বেড়ে ওঠা পুরোটাই বেঙ্গালুরুতে৷ বিউটি কনটেস্টে অংশ নিয়ে জিতেছিলেন৷ তারপর বিজ্ঞাপন, টিভির সঞ্চালক৷৷ সিনেমার পর্দায় রিয়ার প্রথম ব্রেক দক্ষিণী ছবি থেকে৷ তারপর বলিউডে ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘সোনালী কেবল’, ‘দোবারা’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘ব্যাঙ্ক চোর’, ‘জলেবি’৷ রিয়ার ঝুলিতে এসব ছবি থাকলেও, বক্স অফিসে তো ছবি ফ্লপ৷ এমনকী, রিয়ার অভিনয়ও তেমন প্রশংসাও পায়নি৷ তবে রিয়ার এসব নিয়ে চিন্তাই ছিল না৷ বিনোদন জগতের আলোয় একেবারে ঝলমলে হয়েই ছিলেন রিয়া৷ তবে এখন কেরিয়ারে অন্ধকার সময় কাটাচ্ছেন রিয়া। কিন্তু রিয়া দমেননি, লড়েই যাচ্ছেন৷ তাই তো সম্প্রতি ইনস্টাগ্রামে রিয়া এলেন, জানালেন তাঁর লড়াইয়ের কথা৷ ইঙ্গিত দিলেন, তিনি আছেন, থাকবেন৷