২০ অগ্রহায়ণ  ১৪৩০  মঙ্গলবার ৫ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পাঁচ রাজ্যের রায়

মিজোরাম (৪০/৪০) এগিয়ে / জয়ী
এমএনএফ ১০
জেডপিএম ২৭
কংগ্রেস
বিজেপি
অন্যান্য
মধ্যপ্রদেশ (২৩০/২৩০) জয়ী
বিজেপি ১৬৪
কংগ্রেস ৬৫
অন্যান্য
রাজস্থান (১৯৯/২০০) জয়ী
বিজেপি ১১৫
কংগ্রেস ৬৯
অন্যান্য ১৫
ছত্তিশগড় (৯০/৯০) জয়ী
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য
তেলেঙ্গানা (১১৯/১১৯) জয়ী
বিআরএস ৩৯
কংগ্রেস ৬৪
বিজেপি
এআইএমআইএম
অন্যান্য

বাইকুলা জেলে রিয়া চক্রবর্তীর ‘প্রতিবেশী’ ইন্দ্রাণী মুখোপাধ্যায়! দু’জনের নাকি সাক্ষাৎও হয়েছে

Published by: Suparna Majumder |    Posted: September 10, 2020 12:17 pm|    Updated: September 10, 2020 12:17 pm

Rhea Chakraborty jailed in a cell near Indrani Mukerjea!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন নিজের মেয়েকে খুনে অভিযুক্ত, অন্যজন প্রেমিক মৃত্যুর জেরে মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আপাতত ১৪ দিনের হেফাজতে। পাকচক্রে একই জেলে রয়েছেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং শিনা বোরা খুনের মামলায় অন্যতম অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Indrani Mukerjea)। সূত্রের খবর মানলে, ইন্দ্রাণীর কাছের সেলেই রিয়ার থাকার ব্যবস্থা করা হয়েছে।

সুশান্ত (Sushant Singh Rajput) মামলায় মাদক যোগের অভিযোগে মঙ্গলবার রিয়াকে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মঙ্গলবার রাত NCB অফিসেই কাটিয়েছিলেন রিয়া। বুধবার তাঁকে বাইকুলা জেলে (Byculla prison) স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, বাইকুলা জেলে পৌঁছানোর পর ইন্দ্রাণীর সঙ্গে দেখা হয়েছিল রিয়ার। খুবই সামান্য কথা হয় দু’জনের মধ্যে। নিরাপত্তার কথা মাথায় রেখে রিয়াকে আলাদা গারদে রাখা হয়েছে। যার কাছেই রয়েছে ইন্দ্রাণীর সেল। জেলে যাওয়ার সময় নীল একটি ব্যাগে করে দু’টি পোশাক ও টুথ ব্রাশ ছাড়া আর কিছুই নিয়ে যাননি রিয়া। অন্যান্য বন্দিদের মতোই তাঁকে তোষক, পাতলা বালিশ ও কম্বল দেওয়া হয়েছে। রাতে রিয়াকে খেতে দেওয়া হয়েছিল দু’টি রুটি, ভাত, ডাল আর কুমড়োর সবজি। চাইলে জেলের ক্যান্টিন থেকে অন্য খাবার কিনেও খেতে পারেন তিনি।

[আরও পড়ুন: ‘বালাসাহেবের আদর্শ বেচে শিব সেনা এখন সোনিয়া সেনা’, টুইটে ফের আক্রমণ কঙ্গনার]

এদিকে ২০০৯ সালে করা রিয়া চক্রবর্তীর একটি টুইট নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে রিয়া লিখেছিলেন, “এই মাত্র এক ভারতীয় তরুণীর ভয়ংকর খবর দেখলাম। মাদক পাচারের জন্য যাকে সাড়ে চার বছর জেল খাটতে হয়েছে।”

 

২০০৯ সালের ১৯ নভেম্বরের রিয়ার করা এই টুইট নতুন করে ভাইরাল রয়েছে। কোন খবর দেখে রিয়া এই টুইট করেছিলেন তা জানা যায়নি। তবে টুইট শেয়ার করে অনেকেই রিয়াকে ব্যঙ্গ করে জ্যোতিষী আখ্যা দিয়েছেন। কেউ কেউ এই ঘটনাকে ভাগ্যের ফেরও বলেছেন।

 

 

[আরও পড়ুন: রবিবার ‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালে, সঞ্চালক সৌরভের সঙ্গী বাংলার একগুচ্ছ তারকা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে