১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

স্মৃতিভ্রষ্ট যুবক-যুবতীর প্রেমের গল্প নিয়ে আসছে ‘অতিথি’

Published by: Bishakha Pal |    Posted: May 10, 2019 9:41 pm|    Updated: May 10, 2019 9:50 pm

Rituparna Sengupta’s new movie will release soon

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের টানাপোড়েনের কথা আরও একবার উঠে এল বাংলা ছবিতে। নাম ‘অতিথি’। মানসিকভাবে অসুস্থ কয়েকটি মানুষকে ঘিরে এগিয়েছে ছবির গল্প। তবে ছবির কেন্দ্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রতীক সেন।

চিকিৎসক প্রাণময় ও তার মেয়ে স্নিগ্ধার একটি রিহ্যাবিলেশন সেন্টার বা আশ্রম রয়েছে। এখানে মানসিক ভারসাম্যহীন রোগীরা আসে। এই আশ্রমেরই অন্যতম কাণ্ডারী অরিন্দম। সেও ডাক্তার। প্রাণময় ও স্নিগ্ধার পারিবারিক বন্ধু সে। এই আশ্রমেই এসে পৌঁছায় অন্তিম ও অন্তরা নামে যুবক-যুবতী। একটি দুর্ঘটনায় তারা স্মৃতিশক্তি হারিয়েছে। এই অন্তিম আর অন্তরাকে কেন্দ্র করেই এগোয় ছবির গল্প। স্মৃতি ফিরে আসে অন্তরার। জানা যায় অন্তরা ও অন্তিমের ইতিহাস। কিন্তু গল্পে আশ্রমের বাকিদেরও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছবিতে আরও একটি সম্পর্কের কথা রয়েছে। তা হল স্নিগ্ধা আর অরিন্দমের। সেই সম্পর্ক থেকে খুব বেশি পর্দা উন্মোচিত হয়নি ছবির ট্রেলারে। এর জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। এমাসেই মুক্তি পেতে চলেছে ছবিটি।

atithi-1

[ আরও পড়ুন: নৌসেনার রণতরীতে মোদির সহযাত্রী ছিলেন ‘বিদেশি’ অক্ষয়! পালটা কংগ্রেসের ]

ছবিতে স্নিগ্ধার চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রাণময়ের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। অরিন্দমের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে খোকাবাবু ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনকে। অন্তরার ভূমিকায় রয়েছেন সায়নী ঘোষ। এছাড়া ছবিতে রয়েছেন মনোজ মিত্র, তুলিকা বসু, শুভাশিস মুখোপাধ্যায় ও বিশ্বনাথ বসু। ছবিটি পরিচালনা করেছেন সুজিত পাল। প্রযোজনা করেছে আর্টেজ ফ্লিল্মস ও ইনকোডা মুভিজ।

আহা রে’-র পর এটি এবছর ঋতুপর্ণার দ্বিতীয় ছবি। এরপর তাঁর ঝুলিতে রয়েছে আরও দু’টি বাংলা ছবি- ‘দত্তা’ ও ‘পার্সেল’। প্রথম ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘দত্তা’ নামক উপন্যাসটিকে ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। পরিচালকের আসনে রয়েছেন নির্মল চক্রবর্তী। শরৎচন্দ্রের এই উপন্যাস এবছর ১০০-এ পা রাখল। আর সেই রচনাশৈলীর শতবর্ষ উদযাপন উপলক্ষ্যেই তৈরি করা এ ছবি। দ্বিতীয়টির পরিচালক ইন্দ্রাশিস আচার্য৷ এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ছবি৷ ভয় একটি সম্পর্কে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য৷

[ আরও পড়ুন: মা হতে চলেছেন দীপিকা! জল্পনা উসকে দিল মেট গালার ছবি ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে