Advertisement
Advertisement
Arbaaz Khan Wedding

দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত ‘চিরকুমার’ সলমনের

বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছেলে আরহানও।

Salman Khan attends Arbaaz Khan's Wedding | Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Sandipta Bhanja
  • Posted:December 25, 2023 9:18 am
  • Updated:December 25, 2023 10:22 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনায় সিলমোহর। ২৪ ডিসেম্বর দ্বিতীয়বার ছাদনাতলায় বসলেন আরবাজ খান (Arbaaz Khan Wedding)। পাত্রী বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খান। রবিবার দুই পরিবারের একেবারে ঘনিষ্ঠদের সাক্ষী রেখেই এক হল চার হাত। ভাইয়ের বিয়ে আর ভাইজান হাজির থাকবেন না? এও আবার হয় নাকি!

নতুন বউদিকে পরিবারে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন সলমন খান। দেখা গেল, ছোটভাই সোহেল খানকেও। বড়দিনের আগের রাতেই সলমন-আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল বিয়ের আসর। বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজ-মালাইকার সন্তান আরহানও। নতুন মায়ের সঙ্গে হাসিমুখে পোজ দিয়ে ছবিও তুলতে গেল তাঁকে। আরবাজের পরনে ফ্লোরাল ব্লেজার। কনে সুরা খান বেছে নিয়েছিলেন প্যাস্টেল শেডের রং মিলান্তি লেহেঙ্গা। ওড়না দিয়েই মাথায় ঘোমটা টেনে দেখা গেল আরবাজের নতুন বউকে।

Advertisement

[আরও পড়ুন: ৩০০ কোটির দুয়ারে ‘সালার’, ২ দিনেই তেইশের বক্স অফিসের সব রেকর্ড গুঁড়িয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস]

মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙন… তিক্ত অতীত ভুলে রবিবাসরীয় সন্ধেয় দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন আরবাজ খান (Arbaaz Khan)। দিন দুয়েক আগেই জল্পনার সূত্রপাত হয়েছিল! জানা গিয়েছিল, বড়দিনের আগের দিনই সলমন খানের পরিবারে বিয়ে। ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও তাই সাজসাজ রব ছিল! ‘পাটনা শুক্লা’ নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরা খানের সঙ্গে আলাপ হয় আরবাজ খানের। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। এবার শুভ পরিণয়।

[আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে শাহরুখের ‘ডাঙ্কি’, করমুক্ত করার দাবি ভক্তদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement