সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে তারকাদের আচার-আচরণ প্রায়শই পাপ্পারাজিদের লেন্সবন্দি হয়। খান-কাপুর থেকে বলিপাড়ার নবীন প্রজন্মের তারকারাও সেই তালিকা থেকে বাদ যান না। এবার বিমানবন্দরে সলমন খানের আচরণ দেখে প্রায় হতবাক হয়ে গেলেন প্রত্যক্ষদর্শীরা। সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই প্রশংসার বন্যা।
সম্প্রতি নতুন লুকে নজর কেড়েছেন সলমন খান। মুম্বই বিমানবন্দরেও সেই নয়া অবতারে দেখা গেল ভাইজানকে। তবে নজর কাড়ল অভিনেতার কীর্তি। বলিউড সুপারস্টারকে দেখেই দূর থেকে এক খুদে ছুটে আসে তাঁর দিকে। ফিরিয়ে দেননি সলমন। সেই খুদে ভক্ত তাঁর কাছে না আসা অবধি অপেক্ষা করেন এবং কড়া নিরাপত্তাবলয় ভেঙে জড়িয়ে ধরে আদর করেন। সেই মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপ্পারাজিরা। সেই ভিডিও বর্তমানে ভাইরাল।
[আরও পড়ুন: বক্স অফিসে ‘ফ্লপের পাহাড়’! ‘ভাগ্য ফেরাতে কেদারনাথে কঙ্গনা?’ উড়ে এল কটাক্ষ]
View this post on Instagram
ভাইজানের এমন মিষ্টি ব্যবহার নজর কেড়েছে অনুরাগীদের। উল্লেখ্য, আবু ধাবির এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছেন সলমন খান। তার আগেই বিমানবন্দরে ভাইজানের মিষ্টি আচরণ দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কেউ বলছেন, ‘ভক্তের ভগবান ভাইজান।’ আবার কেউ বা বললেন, ‘প্রকৃত মানবিকতা রয়েছে।’