BREAKING NEWS

১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রতিযোগী থেকে সঞ্চালক, স্যান্ডি সাহা এখন MTV Roadies-এর ‘কাণ্ড কুমার’

Published by: Sandipta Bhanja |    Posted: June 2, 2023 4:27 pm|    Updated: June 2, 2023 4:34 pm

Sandy Saha joins MTV Roadies as host kaand kumar | sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিযোগী থেকে এবার সোজা MTV Roadies-এর সঞ্চালক। স্বপ্নের উড়ান বাংলার সোশ্যাল মিডিয়া স্টার স্যান্ডি সাহার। মুচমুচে, রসিক কন্টেন্টের জন্য স্যান্ডির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়! তবে একাধিকবার কটাক্ষের শিকারও হতে হয়েছে। এবার জাতীয় মঞ্চে রিয়ালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব স্যান্ডি সাহা।

আরেকটু খোলসা করে বললে, MTV Roadies-এর সোশ্যাল মিডিয়া চ্যানেলে সঞ্চালক কাণ্ডকুমারের ভূমিকায় ধরা দেবেন স্যান্ডি। কীভাবে সুবর্ণ সুযোগ হল? সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে তাঁকে ধরা হলে উচ্ছ্বাসিত কণ্ঠে স্যান্ডি সাহা বললেন, “MTV চ্যানেলের তরফেই আমাকে ফোন করে যোগাযোগ করা হয়। আমি যে ধরণের মজার কন্টেন্ট বানাই, সেগুলোই রোডিজ-এর সোশ্যাল মিডিয়া সঞ্চালক হিসেবে করতে হবে। আর জাতীয়স্তরের একটা মঞ্চে এমন একটা সুযোগ, নিঃসন্দেহে আমার জন্য গর্বের।”

[আরও পড়ুন: খুন, রক্ত-রাজনীতি! বিতর্ক উড়িয়ে প্রকাশ্যে পরম-স্বস্তিকার হাড়হিম করা ‘শিবপুর’ টিজার]

ইতিমধ্যেই MTV Roadies-এর বেশ কিছু ঝলক শেয়ার করছেন ‘কাণ্ড কুমার’। কখনও স্যান্ডিকে দেখা যাচ্ছে ঘাসের তৈরি পোশাক পরে। আবার কখনও বা তাঁকে গেল প্রিন্স নরুলার সঙ্গে গামছা পোশাক পরে। রিয়া চক্রবর্তীর সঙ্গে পালকযুক্ত পোশাকের ছবিও শেয়ার করেছেন স্যান্ডি সাহা। MTV Roadies -এর ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ফুললি ফালতু’।

কেমন সম্পর্ক রোডিজ-এর মেন্টরদের সঙ্গে? স্যান্ডি জানালেন, “প্রিন্স নরুলা, সোনু সুদ, রিয়া চক্রবর্তীদের সঙ্গে রোজই শুটে আড্ডা হয়। সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের জন্য ওদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। রিয়ার সঙ্গে তো বাংলাতেই কথা হয়। আর গৌতম গুলাটি তো আমার ক্রাশ। প্রতিযোগী হিসেবে আগেরবার যে ভয়টা হচ্ছিল, এবার খুব এক্সাইটেড রোডিজ-এর সোশ্যাল মিডিয়া সঞ্চালক হিসেবে।”

[আরও পড়ুন: ‘বর-বউ ফুলশয্যায় গেলেও বিয়েবাড়িতে রণবীরের নাচ শেষ হয় না’, চরম ঠাট্টা অক্ষয়ের]

এর মাঝেই স্যান্ডি জানালেন, “বাংলার দর্শকদের জন্য দারুণ একটা চমক থাকছে। যে আইডিয়াটা সবার খুব ভাল লেগেছে। সেখানে সোনু সুদ, প্রিন্স সবাইকে বাংলায় কথা বলতে দেখা যাবে। বাংলা ধাঁধার ফাঁদে পড়ে কী অবস্থা হয় সেলিব্রিটিদের, সেটাই এখন দেখার।”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে