১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

সেলফি তোলার আবদার, অনুরাগীকে ধাক্কা মারলেন সঞ্জয় দত্ত! ভাইরাল ভিডিও

Published by: Akash Misra |    Posted: June 2, 2023 4:44 pm|    Updated: June 2, 2023 4:44 pm

Sanjay Dutt Pushes Away Fan Trying To Take Selfie, Netizens Slam Him; Watch Video| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের পর এবার সঞ্জয় দত্ত। বিমানবন্দরে অনুরাগীকে ধাক্কা মারায় নেটিজেনদের রোষানলের মুখে পড়লেন অভিনেতা। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, অভিনেতার সঙ্গে সেলফি তুলতে এলে অনুরাগীকে হাত দিয়ে ধাক্কা দিলেন সঞ্জয়।

বিমানবন্দরে প্রিয় অভিনেতা, অভিনেত্রীদের দেখলে অনেকেই সেই মুহূর্তটা ধরতে সেলেব্রিটির ফোন ক্যামেরা নিয়ে এগিয়ে যান। অনেকে হেসে অনুরাগীর সঙ্গে সেলফি তোলেন। অনেকে আবার হালকা হেসে পাশ কাটিয়ে যান। তবে সম্প্রতি শাহরুখও এক অনুরাগীকে ধাক্কা দিয়েছিলেন। সেবারও এক ভক্ত কিং খানের সঙ্গে সেলফি তোলার আবদার করেছিল। আর এবার সেরকমই কাণ্ড ঘটালেন সঞ্জয় দত্ত। এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, এত রাগ কীসের সঞ্জুবাবার!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voompla (@voompla)

[আরও পড়ুন: ‘শিরদাঁড়া নুইয়ে পড়েছে.. বেটি বাঁচাও বেটি ঠ্যাঙাও’, মোদিকে খোঁচা দিয়ে ঋদ্ধির কবিতা]

উল্লেখ্য, কিছুদিন আগেই সলমনের খানের সঙ্গে এক অনুরাগী হাত মেলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু অভিনেতার বডিগার্ড শেরা তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। কিন্তু শাহরুখকে সচরাচর এমনভাবে মেজাজ হারাতে দেখা যায় না বলেই মত অনেকের।

[আরও পড়ুন: সুপারস্টারদের টেক্কা! কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরছেন কিয়ারা, দাম শুনলে মাথা ঘুরবে!]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে