Advertisement
Advertisement
Jawan SRK

‘গুলি করলে করুন! আমি পাঠান…’, আন্ডারওয়ার্ল্ড ডনকে খোলা চ্যালেঞ্জ ছোঁড়েন ‘জওয়ান’ শাহরুখ

'জওয়ান' দেখে সেই দাপুটে শাহরুখকে খুঁজে পেলেন বলিউড পরিচালক।

Sanjay Gupta recalls how SRK refused to bow down to underworld bullying in 90s
Published by: Sandipta Bhanja
  • Posted:September 9, 2023 7:51 pm
  • Updated:September 9, 2023 7:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “গুলি করলেও আপনাদের হয়ে কাজ করব না…”, কথাগুলো দাপটের সঙ্গে ফোনে বলেছিলেন শাহরুখ খান। ফোনের অপরপ্রান্তে তখন আবু সালেম ঘনিষ্ঠ প্রযোজক। কিং খানকে নিয়ে একটি ছবি করতে চেয়েছিলেন অন্ধকারজগতের সঙ্গে জড়িত ওই ব্যক্তি। তবে সেই প্রস্তাব সটান নাকচ করে দেন শাহরুখ। চাপের মুখেও মাথা নত করেননি। ‘জওয়ান’ (Jawan) দেখে সেই দাপুটে শাহরুখকে খুঁজে পেলেন বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তা (Sanjay Gupta)।

নব্বইয়ের দশক। মুম্বইয়ে তখন মাফিয়ারাজ। সেই অপরাধজগতের মাফিয়াদের কাছ থেকে আপত্তিকর দাবিদাওয়া নিয়ে ফোন যেত নায়ক-নায়িকাদের কাছে। আন্ডারওয়ার্ল্ডের নিশানায় ছিলেন শাহরুখ খানও (Shah Rukh Khan)। শোনা গিয়েছিল, বাদশাকে হত্যা করার জন্য নাকি এক শার্প শুটারকেও সুপারি দিয়েছিলেন ডন আবু সালেম। যার নাম শুনলেই মায়ানগরী তখন ভয়ে কাঁপত। অন্ধকারজগতের কাছে মাথা নত করতে হয়েছিল বলিপাড়ার অনেক তারকাদেরকেই। কিন্তু আপোস করেননি শুধুমাত্র একজন। তিনি শাহরুখ খান। পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন মুম্বইয়ের মাফিয়াদের।

Advertisement

[আরও পড়ুন: বক্স অফিস কাঁপানো শাহরুখের ‘জওয়ান’ ‘টোকা’? নেটপাড়ায় চর্চা তুঙ্গে]

শাহরুখ সাফ বলেছিলেন, “কী করবেন? গুলি করবেন? করুন। তবুও আপনাদের জন্য কাজ করব না। আমি পাঠান।” আজ তিন দশক বাদে গিয়ে ‘জওয়ান’ দেখে বেরিয়ে এসে অতীতের সেই ঝাঁজালো স্মৃতিরোমন্থন করলেন বলিপাড়ার এক পরিচালক। তিনি সঞ্জয় গুপ্তা। কীভাবে নব্বইয়ের দশকে নিজের আত্মবিশ্বাস, দাপটের জোরে আন্ডারওয়ার্ল্ড ডনদের একফোনে চুপ করিয়ে দিয়েছিলেন শাহরুখ, সেকথাই পরিচালক তুলে ধরলেন। জওয়ান ছবিতে নাকি অতীতের সেই দাপুটে কিং-কেই দেখতে পেলেন সঞ্জয় গুপ্তা। যিনি ‘মুসাফির’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘কাবিল’-এর মতো ছবিগুলি তৈরি করেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি ভারতীয় এটাই আমার পরিচয়’, ‘বাঘাযতীন’-এর রুদ্ধশ্বাস টিজারে হুঙ্কার দেবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ