Advertisement
Advertisement

Breaking News

Sohini Sengupta

অল্পের জন্য রক্ষা, মা উড়ালপুলের উপর ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচলেন সপ্তর্ষি ও সোহিনী

বুধবার রাতে ঘটে এই দুর্ঘটনা।

saptarshi maulik and sohini sengupta met an accident on maa flyover| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 27, 2023 11:57 am
  • Updated:April 27, 2023 1:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপাল জোরে ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে মুক্তি পেলেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। বুধবার রাতে মা ফ্লাইওভারে গাড়ি দুর্ঘটনার থেকে অল্পের জন্য বাঁচলেন সপ্তর্ষি ও সোহিনী। সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনা জানিয়েছেন অভিনেতা। সঙ্গে কলকাতা পুলিশকে ট্যাগও করেছেন তিনি। সঙ্গে সপ্তর্ষী জানিয়েছেন, তাঁদের গাড়িচালকের উপস্থিত বুদ্ধির জেরেই তাঁরা সবাই প্রাণে বেঁচেছেন।

তা ঠিক কী ঘটেছিল?

Advertisement

থিয়েটারের জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি সোশ্যাল মিডিয়ায় লেখেন, মা উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎই উলটো দিক থেকে একটি গাড়ি এসে তাঁদের গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এর ফলে গাড়িতে ধাক্কাও লাগে। সপ্তর্ষি ও সোহিনীর গাড়ির চালক তাঁদের গাড়িটি ডান দিকে চেপে দেন। এর ফলে বাইকে ধাক্কাও লাগতে পারত, শুধু তাই নয়, সপ্তর্ষি ও সোহিনীর গাড়ি উড়ালপুল থেকে নিচে পড়েও যেতে পারত।

Advertisement

[আরও পড়ুন: ‘দেশের জন্য কী করেছেন?’, নেটিজেনদের প্রশ্নে মুখে কুলুপ বিবেক অগ্নিহোত্রীর]

সপ্তর্ষি ওই গাড়ির নম্বর প্লেটের একটি ছবি তুলে নিজের প্রোফাইলে পোস্ট করেছেন অভিনেতা। সেই পোস্টে ট্যাগ করেছেন কলকাতা পুলিশকেও।

[আরও পড়ুন: সলমনের ছবির গানে নার্সারির ছড়ার ব্যবহার, ভাইজানের উপর বিরক্ত শিশু কল্যাণ সংগঠন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ