Advertisement
Advertisement

Breaking News

Batshorik Teaser

ভাইয়ের মৃত্যুর পর থেকেই বাড়িতে ভূতুড়ে কাণ্ড! ভয় ধরাল শতাব্দী-ঋতাভরীর ‘বাৎসরিক’ টিজার

কবে মুক্তি পাচ্ছে মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবি?

Satabdi Roy, Ritabhari Chakraborty starrer Batshorik Teaser

ছবি: সোশাল মিডিয়া

Published by: Sandipta Bhanja
  • Posted:May 12, 2025 8:37 pm
  • Updated:May 12, 2025 8:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরতে চলেছেন শতাব্দী রায়। সাংসদ-অভিনেত্রীর প্রত্যাবর্তনের খবর অবশ্য আগেই জানা গিয়েছিল। পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘বাৎসরিক’ ছবিতে অভিনয় করেছেন তিনি। শতাব্দীর এই কামব্যাকে তাঁর সঙ্গী ঋতাভরী চক্রবর্তী। পয়লা বৈশাখের সকালে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার ১২ মে, সোমবার পয়লা ঝলক দেখিয়ে ভয় ধরালেন!

ভয় কেন? আসলে মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবি যে ভূতুড়ে ঘরানার, সেকথা জানাই ছিল। কিন্তু কতটা? পোস্টারে সেটা আন্দাজ করা যায়নি! এবার টিজারে দেখা গেল আসল ‘খেলা’। গল্পে শতাব্দী রায় এবং ঋতাভরী চক্রবর্তীর ননদ-বউদির সম্পর্ক। ভাইয়ের মৃত্যুর পর থেকেই বাড়িতে অতিপ্রাকৃত সব ঘটনা ঘটতে থাকে। এমন পরিস্থিতিতে ভ্রাতৃবধূ ঋতাভরীকে আগলে রাখেন শতাব্দী। সেই বাড়িটিকে ‘অপয়া’ তকমা দিয়ে ছেড়ে দিতে চান তিনি। কিন্তু শত চেষ্টা করেও কি আর বিপদ আটকানো যাবে? ‘বাৎসরিক’-এর পয়লা ঝলক সেই কৌতূহলকেই উসকে দিল।

প্রসঙ্গত, মৈনাকের ‘বাৎসরিক’ অতিপ্রাকৃৎ ঘরানার ছবি। বলা যায়, পর্দায় হাড়হিম করা ভূতের গল্প আনতে চলেছেন পরিচালক। সেই ছবিতে কি তবে শতাব্দীকে অশরীরী কোনও চরিত্রে দেখা যাবে? ছবির গল্প অনুসারে, ঋতাভরী চক্রবর্তী অভিনীত চরিত্রটি স্বামীকে হারিয়েছে, আর শতাব্দী অভিনীত চরিত্রটি তাঁর ভাইকে। স্বামীর মৃত্যুর পর একা হয়ে যাওয়া স্ত্রী এবং তার ননদ ভাবছে, তাদের বাড়িটি তারা রাখবে না বিক্রি করে দেবে? কারণ, এক জনের মৃত্যু বাড়িটিতে যেন কালো ছায়া ফেলে দিয়েছে। এমন অবস্থায় ননদ ও ভাইয়ের বউয়ের সম্পর্কের সমীকরণ গল্পের মূল বিষয় হয়ে উঠবে। মৈনাক বরাবর পর্দায় সম্পর্কের গল্প বুনেছেন। এবার অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাজ করেছেন। অন্যদিকে শতাব্দীও সেভাবে হরর ঘরানার ছবিতে কাজ করেননি। মৈনাকের পরিচালনায় শতাব্দী ও ঋতাভরীর কেমিস্ট্রি দর্শকের মনে কতটা ধরল? তা জানা যাবে ৬ জুন, কারণ সেদিনই মুক্তি পাচ্ছে ছবিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement