Advertisement
Advertisement

Breaking News

Sayantika Banerjee

প্রথমবার বাংলাদেশে গিয়েই মুগ্ধ সায়ন্তিকা, বিমানবন্দরে স্বাগত জানান নায়ক জায়েদ খান

‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করতে বাংলাদেশে গিয়েছেন সায়ন্তিকা।

Sayantika Banerjee shares her shooting experience in Bangladesh | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 1, 2023 6:54 pm
  • Updated:September 1, 2023 6:54 pm

সুকুমার সরকার, ঢাকা: প্রথমবার বাংলাদেশে গিয়েই মুগ্ধ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করতে ওপার বাংলায় গিয়েছেন তিনি। সিনেমার নায়ক জায়েদ খান নিজে গিয়ে বিমানবন্দরে অভিনেত্রীকে স্বাগত জানিয়েছিলেন। নায়কের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী।

Sayantika-2

Advertisement

‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করতে বাংলাদেশে গিয়েছেন সায়ন্তিকা। এই ছবিতেই তাঁর বিপরীতে রয়েছেন জায়েদ খান। পারিবারিক এই ছবিতে সায়ন্তিকার চরিত্রের নাম ডায়না। কক্সবাজার শুটিং লোকেশন থেকে এক সংবাদমাধ্যামকে অভিনেত্রী বলেন, “প্রথমবার বাংলাদেশে এসেছি। শুটিংও শুরু করেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গা! মনেই হচ্ছে না যে শুটিং করছি। খুবই ভাল লাগছে। মনে হচ্ছে, ছুটিতে ঘুরতে এসেছি এখানে। এত আরামদায়কভাবে, সুন্দরভাবে শুটিং চলছে।”

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত মায়ের ছবি পাশে নিয়ে সাধ খেলেন ঋদ্ধিমা, আয়োজনে শ্বশুরমশাই ও বাবা]

শুটিংয়ের অবসরে বাংলাদেশি আতিথেয়তা নিয়ে কথা উঠলে অভিনেত্রী বলেন, “আমার নায়ক জায়েদ খান-সহ সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। আগেও শুনেছি, এসে প্রমাণও পেলাম বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, আপ্যায়ণের বিষয়ে কোনও কথা হবে না। এককথায় দারুণ।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayantika Banerjee (@iamsayantikabanerjee)

আগে থেকে জায়েদ খানকে চিনতেন না সায়ন্তিকা। বাংলাদেশে এসেই তাঁর সঙ্গে প্রথম দেখা ও প্রথম পরিচয়। তবে প্রথম পরিচয়েই জায়েদ খানের ব্যবহারে মুগ্ধ অভিনেত্রী। সায়ন্তিকা বলেন, “বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তার। প্রথম দেখায় কথা বলেই মনে হয়েছে, অসাধারণ মানুষ। যে কোনও শিল্পীর এটি অনেক বড় গুণ। আমার মনে হয়েছে, তার মধ্যে সেই গুণ আছে। হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন। আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন। আমিও চাই এটি।”

[আরও পড়ুন: গুমরে থাকা সম্পর্কের চক্রব্যূহে অঞ্জন-মমতা ও যিশু-পাওলি, দেখুন ‘পালান’-এর টিজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ