Advertisement
Advertisement

Breaking News

Shabana Azmi

শাবানা আজমির নাম করে সাইবার ক্রাইম, অনুরাগীদের সাবধান করলেন অভিনেত্রী

ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।

Shabana Azmi warns against phishing attempts under her name, to lodge police complaint| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 23, 2023 12:37 pm
  • Updated:August 23, 2023 12:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। তাও আবার ফেক প্রোফাইলের কারণে! হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে অভিনেত্রীর সঙ্গে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। খবর অনুযায়ী, শাবানা আজমির নাম করে টুইটারে এক ব্যক্তি সবাইকে টুইট করে যাচ্ছেন। এমনকী, শাবানার অভিযোগ ওই ভুয়ো প্রোফাইল থেকে শাবানার আত্মীয়-পরিজনদের কাছ থেকে টাকাও চাইছেন ব্যক্তি। শাবানা এটা জানার পরই নড়ে চড়ে বসেন। দ্বারস্থ হন পুলিশের। সেই ঘটনার কথা উল্লেখ করে শাবানা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমার একাধিক সহকর্মী ও বন্ধুকে আমার নাম করে মেসেজ পাঠানো হচ্ছে বলেই জানতে পেরেছি। এটা একটা ফিশিং অ্যাটেম্পট ছাড়া আর কিছুই নয়। যাঁরা এই মেসেজের উত্তর দিচ্ছেন তাঁদের অ্যাপ স্টোর থেকে মেসেঞ্জারের জন্য কেনাকাটা করতে বলা হচ্ছে। এটা কিন্তু একটা ফাঁদ ছাড়া আর কিছুই নয়।’

Advertisement

[আরও পড়ুন: ‘ঘুমর’ দেখে সোজা নায়িকা সায়ামি খেরের কাছে শচীন, কী করলেন মাস্টারব্লাস্টার? দেখুন]

শাবানা আরও লেখেন, ”শাবানাজির নাম করে কোনও কল বা মেসেজ এলে প্লিজ ধরবেন না। এটা সাইবার ক্রাইম। আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।’

[আরও পড়ুন: ‘টাইগার ৩’র গুরুত্বপূর্ণ দৃশ্য ফাঁস, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ