সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের কন্যা সুহানার বয়স মাত্র ১৭ হলে কী হবে, ইন্টারনেটের জগতে তার জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে। সেটাই আরও একবার প্রমাণিত হয়ে গেল যখন সুহানারই ফ্যান ক্লাবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার স্নানের একটি দৃশ্য পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, পার্পল রঙের সুইমসুট পরে সুইমিং পুলে নেমে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সুহানা।
[এবার একসঙ্গে দেখা যাবে বিরাট কোহলি এবং আমির খানকে]
ইতিমধ্যেই ছবিটি সুহানার অন্তত ১৩ হাজার অনুগামী ‘লাইক’ করে ফেলেছেন। কমেন্ট জমা হচ্ছে স্রোতের মতো। শাহরুখ-কন্যার চোখেমুখে যে আবেদন ফুটে উঠেছে এই ছবিতে, দেখে অনেকেই মন্তব্য করেছেন যে তার পরবর্তী গন্তব্য হতেই পারে বলিউড। সুহানা এই মুহূর্তে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী। এই হল তার সেই ছবি যেটি ভাইরাল হয়ে গিয়েছে-
এই প্রথমবার নয় অবশ্য, মাসখানেক আগেই ল্যাকমে ফ্যাশন উইকেও তার একটি ছবি প্রবল জনপ্রিয় হয়েছিল। সেই ছবিতে কালো রঙের হল্টার নেক টপ ও সাদা জিনসে মোহময়ী লাগছিল সুহানাকে। তার সঙ্গে ছবিতে দেখা গিয়েছিল অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা, ভাইপো আহান ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়াকে।
[অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘খিলজি’ রণবীর সিংয়ের প্রথম ঝলক]
দেখে নিন বাবা-মেয়ের কেমিস্ট্রি-