২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘কঠিন কাজ’, বঙ্গবন্ধুর বায়োপিকের পোস্টার প্রকাশ অনুষ্ঠানে অভিজ্ঞতা শোনালেন শ্যাম বেনেগাল

Published by: Sucheta Sengupta |    Posted: March 17, 2022 10:09 pm|    Updated: March 18, 2022 2:32 pm

Shyam Benegal unveils Mujib poster, says bringing Bangabandhu’s life on screen was tough | Sangbad Pratidin

সুকুমার সরকার, ‍ঢাকা: ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Bangabandhu Sheikh Mujibur Rahman) বায়োপিক। বৃহস্পতিবার সিনেমার ট্রেলার প্রকাশ করলেন পরিচালক শ্যাম বেনেগাল (Shyam Benegal)। সেইসঙ্গে নামও পরিবর্তন করা হল সিনেমাটির। এতদিন জানা গিয়েছিল, সিনেমার নাম হবে ‘বঙ্গবন্ধু’। কিন্তু বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে সিনেমাটির নাম বদলে রাখা হয়েছে ‘মুজিব – একটি জাতির রূপকার’।

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিনে এফডিসিতে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনষ্ঠানে এই খবর জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করা আরেফিন শুভ, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন-সহ এর অন্যান্য কলাকুশলীরা। সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের (Bollywood) খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সরাসরি অংশ নেন তিনি।

[আরও পড়ুন: বিমান-সূর্যদের বিদায়! সিপিএমের পরবর্তী রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম]

শ্যাম বেনেগাল জানালেন, “মুজিব ছবিটির নির্মাণ আমার কাছে খুবই আবেগের বিষয় ছিল। বঙ্গবন্ধুর জীবনের এতখানি বিস্তার ছবির পর্দায় ফুটিয়ে তোলা কঠিন। তাঁর জীবনের মতোই আপোসহীনভাবে চরিত্রটি আমি নির্মাণ করেছি। উনি সবসময়েই ভারতের জন্য দারুণ বন্ধু। এই পোস্টার দেখে সকলেই তা বুঝবেন আশা করি।” চলতি বছর মুজিবের জন্মশতবর্ষ। সেই উপলক্ষে ওদেশে নানা অনুষ্ঠান চলছেই সারা বছর ধরে। ভারতও বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছে। আর বঙ্গবন্ধুর এই জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বলিউডের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল তাঁর বায়োপিক তৈরি করছেন। ছবিটি দেখতে আগ্রহ তুঙ্গে দু’পাড়ের দর্শকমহলেই।

[আরও পড়ুন: Russia-Ukraine War: শেষ হয়নি ‘অপারেশন গঙ্গা’, এখনও ইউক্রেনে আটকে বেশ কিছু ভারতীয়, জানাল কেন্দ্র]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে