BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

পরিচালকের নির্দেশ ছাড়াই কিয়ারাকে চুমু বরুণের! রেগে লাল সিদ্ধার্থ মালহোত্রা

Published by: Biswadip Dey |    Posted: January 8, 2023 1:12 pm|    Updated: January 8, 2023 1:13 pm

Sidharth Malhotra fought with Kiara Advani after Varun Dhawan kissed her। Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিনসেল টাউনে কান পাতলেই শোনা যায় তাঁদের প্রেমের গুঞ্জন। কেবল প্রেম নয়, আগামী মাসে নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। তাঁদের বিয়ের অনুষ্ঠান কেমন হবে, তা নিয়েও আলোচনা চলছে জোরকদমে। এহেন সময়ে সামনে এসেছে এক অন্য কাহিনি। জানা গিয়েছে, কিয়ারার প্রতি সিদ্ধার্থর অসন্তোষের কথাও। যার মূলে অভিনেতা বরুণ ধাওয়ান। বরুণ নাকি চুমু খেয়েছিলেন অভিনেত্রীকে। আর তাতেই চটে যান সিদ্ধার্থ। দু’জনের মধ্যে ঝগড়াও হয় এই ঘটনাকে ঘিরে।

ঠিক কী ঘটেছিল? আসলে একটি ম্যাগাজিনের শুটিংয়ের সময় এই কাণ্ডটি ঘটান বরুণ। অথচ শুটটি পরিচালনার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরা কেউই এমন কিছু করতে বলেননি। কিন্তু বরুণ আচমকাই কিয়ারার (Kiara Advani) সঙ্গে ঘনিষ্ঠ শুট করার সময় তাঁর গালে চুমু খান। এতে অবাক হয়ে যান অভিনেত্রীও। বেশ কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় তাঁকে। তবে শেষ পর্যন্ত হেসেই বিষয়টি উড়িয়ে দেন তিনি।

[আরও পড়ুন: হাওড়া ছাড়তেই ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল বগি, দুর্ঘটনার কবলে ইস্পাত এক্সপ্রেস]

কিন্তু সিদ্ধার্থ (Sidharth Malhotra) তাঁর প্রেমিকার সঙ্গে বরুণের এহেন ঘনিষ্ঠতা মানতে পারেননি। এক বিনোদন ওয়েবসাইটের দাবি, সিদ্ধার্থ নাকি এই ঘটনায় বেশ মুষড়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে ঝগড়াও হয়েছিল।

তবে শেষ পর্যন্ত এই ঘটনা যে তাঁদের সম্পর্কে বিশেষ প্রভাব ফেলতে পারেনি তা পরিষ্কার। এবার তাই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তাঁরা। প্রথমে শোনা গিয়েছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস’-এ বসতে চলেছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর। তবে এবার শোনা যাচ্ছে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মতো রাজস্থানের এক প্যালেসেই নাকি বিয়ে সারবেন সিদ্ধার্থ ও কিয়ারা। শোনা যাচ্ছে, ৩ তারিখ থেকেই নাকি জয়পুরের প্যালেসে বিয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে।

[আরও পড়ুন: ঐন্দ্রিলার পরিবারে ফের দুর্যোগ, ক্যানসারে আক্রান্ত অভিনেত্রীর মা শিখা শর্মা!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে