BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

সমু্দ্রের ধারে বিলাসবহুল বাংলো, জানেন সিদ্ধার্থ-কিয়ারার নতুন বাড়ির দাম কত?

Published by: Akash Misra |    Posted: February 7, 2023 10:05 am|    Updated: February 7, 2023 10:05 am

sidharth malhotra reportedly to move into a 70 crore property in mumbai after his wedding| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। ইতিমধ্যেই এই বিয়ের নানা অনুষ্ঠানের দিকে নজর সবার। কিন্তু জানেন কি বিয়ের পর সিদ্ধার্থ ও কিয়ারা কোথায় থাকবেন? বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কয়েক মাস আগেই নাকি সিদ্ধার্থ ও কিয়ারা বিয়ের পর থাকার জন্য নতুন বাসস্থান খুঁজে ফেলেছেন। শোনা যাচ্ছে, এ ব্যাপারে কিয়ারার পছন্দকেই অগ্রাধিকার দিয়েছেন সিদ্ধার্থ।

কেমন সেই বাসস্থান?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কিয়ারা চেয়েছিলেন এমন এক বাংলো, যেখান থেকে পরিষ্কার সমুদ্র দেখা যাবে। মুম্বইয়ের পালি হিলেই সিদ্ধার্থ তেমনই এক বাংলোর খোঁজ পেয়েছেন। যার দাম ৭০ কোটি টাকা। আপাতত, সেই বাংলোতেই এখন চলছে ইন্টেরিয়রের কাজ। শোনা যাচ্ছে, শাহরুখপত্নী গৌরী খান নাকি দায়িত্ব নিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারার বাংলো সাজিয়ে দেওয়ার। এই বাংলোতেই নতুন সংসার শুরু করবেন কিয়ারা ও সিদ্ধার্থ।

তা কী কী হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে?

প্রথমে শোনা গিয়েছিল, চণ্ডীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টস’-এ বসতে চলেছে সিদ্ধার্থ-কিয়ারার (Sidharth Malhotra-Kiara Advani ) বিয়ের আসর। তবে এবার শোনা যাচ্ছে, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মতো জয়সলমেরের সূর্যগড় দুর্গ নাকি বিয়ে সারবেন সিদ্ধার্থ ও কিয়ারা। শোনা যাচ্ছে, ৪ তারিখ থেকেই নাকি জয়পুরের প্যালেসে বিয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। শোনা যাচ্ছে, সিদ্ধার্থ ঐতিহ্য মেনে ‘সঙ্গীত’ অনুষ্ঠান রেখেছেন তাঁর বিয়েতে। সেখানে নাচবেন কিয়ারা। সঙ্গে সামিল হবেন আডবাণী এবং সিদ্ধার্থের সদস্যরাও এই নাচে শামিল হবেন। খবর অনুযায়ী, মণীশ মালহোত্রার পোশাকেই সেজে উঠবেন কিয়ারা।

[আরও পড়ুন: ভারতের মানচিত্রের উপর দিয়ে হাঁটছেন ‘দেশভক্ত’ অক্ষয়! নেটদুনিয়ার রোষানলে অভিনেতা ]

বিয়েতে এলাহি ব্যবস্থা

কিয়ারা-সিদ্ধার্থর বিয়েতে, হাতেগোনা ১২৫ জন, তাঁদের জন্য বিলাসবহুল হোটেল সেজে উঠেছে জয়সলমেরে। সূর্যগড় দূর্গে, সেটিই প্রাসাদের মতো বিপুল, যেখানে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিড-কিয়ারা। অতিথিদের জন্য রয়েছে বিশেষ স্পা, জঙ্গল সাফারি, ২৪ ঘণ্টা খোলা খাবারের স্টল। যাতায়াতের জন্য ৭০টি বিলাসবহুল গাড়ি।

খাবারের মেনু

খাবারের মেনুতেও দারুণ ব্যবস্থা। ভারতীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে সঙ্গে নানা বিদেশি খাবারের লম্বা তালিকা। বিয়ের মেনু-চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব। নানারকম মোগলাই খানা। থাকবে সরষো কা শাক, মকাইয়ের রুটি। বাজরার রুটি, সোয়া বাজরা, ডাল বাটি চুরমা। পাত শেষে থাকবে লাড্ডু থেকে রাবড়ি, ক্ষীর থেকে সোহন হালুয়া।

প্রথমে প্রেম নিয়ে প্রশ্ন করা হলেই হালকা হাসিতে প্রসঙ্গ এড়িয়ে যেতেন সিদ্ধার্থ ও কিয়ারা। শেষে করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ গিয়ে ভালবাসার কথা স্বীকার করেন। তারপর থেকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে তারকা যুগলকে। শোনা গিয়েছে, নিজেদের এই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে চলেছেন কিয়ারা ও সিদ্ধার্থ।

[আরও পড়ুন:  ‘পাঠান’ পছন্দ হয়নি খুদের, ছোট্ট সমালোচককে কী উত্তর দিলেন শাহরুখ? দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে