BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘সানি লিওনি পার্ট ২’, বোতাম খোলা শার্টে ছবি পোস্ট করতেই তীব্র কটাক্ষ শ্রাবন্তীকে

Published by: Suparna Majumder |    Posted: June 10, 2023 8:19 pm|    Updated: June 10, 2023 8:19 pm

Srabanti Chatterjee compared with Sunny Leone for her latest picture | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শার্টের ওপরের বোতামগুলো খোলা। একটা দিল কাঁধ থেকে হাত বেয়ে নেমে গিয়েছে। উন্মুক্ত হয়েছে বক্ষবিভাজিকা। সপ্তাহান্তে এমনই ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তাতেই বলিউডের বম্বশেল সানি লিওনির (Sunny Leone) তুলনা করা হয় অভিনেত্রীকে।

Srabanti 1

“এক সময় আমি স্নো হোয়াইট ছিলাম, কিন্তু এখন আমি পালটে গিয়েছি”, ক্যাপশনে একথা লিখেই ছবিটি পোস্ট করেন শ্রাবন্তী। তাতে আবার আগুনের ইমোজি দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। ‘সানি লিওনি পার্ট ২’, এমনটাই লেখা হয়েছে শ্রাবন্তীর পোস্টের কমেন্টবক্সে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile)

[আরও পড়ুন: ‘আচমকা পিছন থেকে এসেই…’, ছোটবেলায় যৌন নিগ্রহ, ভয়ংকর অভিজ্ঞতা সোনম কাপুরের]

“আর একটা বোতাম খুলে দিলে কি হতো”, “এই ছবি দেখলে আমার বিনোদ রাঠোরের একটি গানের কথা মনে পড়ে: ছুপানা ভি নেহি আতা দিখানা ভি নেহি আতা”, এমন মন্তব্যও করা হয়েছে।

Srabanti-post-reax

প্রসঙ্গত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে মনোমালিন্যের পর থেকে অভিনেত্রীর সঙ্গে সঙ্গে অভিরূপের প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। দু’জন একই আবাসনের বাসিন্দা। অবশ্য এখন শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। এবং ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র শুটিং শুরু হওয়ার কথা।

Prosenjit Srabanti starrer Devi Chowdhurani poster to reveal at Cannes 2023 | Sangbad Pratidin

[আরও পড়ুন: গৌরীর জীবনে আবার শৈলর কালো ছায়া, এবার ভিক্ষুকের বেশে চান্দ্রেয়ী, কী হতে চলেছে?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে