Advertisement
Advertisement
Nikita Gandhi's Concert

কেরলে নিকিতা গান্ধীর কনসার্টে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৪ ছাত্রের মৃত্যু!

ঘটনায় অন্তত ৬০ জন পড়ুয়ার আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

Stampede During Nikita Gandhi's Concert in Kerala | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 25, 2023 9:11 pm
  • Updated:November 25, 2023 9:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে নিকিতা গান্ধীর (Nikita Gandhi) কনসার্টে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় অন্তত চার পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা বাড়তেও পারে। শোনা যাচ্ছে, কনসার্ট চলাকালীন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতে অন্তত ষাট জন আহত হয়েছেন বলে খবর।

Nikita-Gandhi-concert

Advertisement

এদিন কোচি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ও টেকনোলজি বিভাগের ফেস্ট ছিল। সেখানেই গান গাইতে যান নিকিতা। সূত্রের খবর, নিকিতার গান শুনতে প্রচুর ছাত্র-ছাত্রী এসেছিলেন। এক সময় তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। আর বেশ কয়েকজন পদপিষ্ট হন। ঘটনায় যে চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলে বলেই খবর।

[আরও পড়ুন: চতুর্থ বিয়ের এক সপ্তাহেই নেশামুক্তি কেন্দ্রে নোবেল, বাপের বাড়ি ফিরলেন ‘নতুন বউ’]

ঘটনায় ষাট জনেরও বেশি পড়ুয়ার আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ভিড়ের চোটে নাকি অন্তত ১৫ জন পড়ুয়া জ্ঞান হারিয়েছেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, আহত পড়ুয়াদের কাছের কালামাসেরি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

কীভাবে এই ঘটনা ঘটল? তা খতিয়ে দেখবে পুলিশ। তবে আপাতত আহত ছাত্র-ছাত্রীদের উপরই বেশি নজর দেওয়া হচ্ছে। শোনা গিয়েছে, মুক্ত মঞ্চেই এই অনুষ্ঠান হচ্ছিল। তাহলে ব্যবস্থাপনায় কোনও ত্রুটি ছিল কী? এমন প্রশ্নও তোলা হচ্ছে।

[আরও পড়ুন: বিকিনি পরে বিতর্ককে চুম্বন, কে এই মণিপুরী কন্যা যিনি হচ্ছেন রণদীপ হুডার ঘরনি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement