Advertisement
Advertisement

মূর্খদের জন্য কোনও শব্দ খরচ নয়, শুভশ্রীর বিস্ফোরক টুইটের নিশানায় কি মিমি?

অভিনেত্রীর মন্তব্য ঘিরে শোরগোল।

Subhasree Ganguly opens up about Raj Chakraborty and Mimi Chakraborty’s Goa ‘tryst’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 4, 2017 1:00 pm
  • Updated:September 27, 2019 3:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো গোয়া গন! না, সিনেমাটির কোনও রিভিউ নয়, কথা হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তী ও তাঁর সঙ্গে এক নায়িকার গোয়া সফরকে ঘিরে। কারণ, গত বেশ কয়েকদিন ধরেই রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর বান্ধবী শুভশ্রী গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন না যাননি, সেই মুচমুচে আলোচনায় টলিপাড়ায় কান পাতা দায়।

[শাহরুখ-কন্যা সুহানার স্নানের ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া]

শোনা যায়, রাজের ‘হবু স্ত্রী’ শুভশ্রী নাকি রটিয়েছেন, রাজ ও তাঁর ‘এক্স গার্লফ্রেন্ড’ মিমি সম্প্রতি গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন। যদিও এই খবর কানে যাওয়া মাত্রই তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন মিমি। ৩ অক্টোবর তিনি মাইক্রো ব্লগিং সাইটে লেখেন, ‘অষ্টমীতে আমার দাদু মারা গিয়েছেন। কিন্তু সেই পরিস্থিতিতেও আমাকে শুনতে হয়, আমি নাকি গোয়ায় রয়েছি। মিথ্যা খবর রটিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ঈশ্বরকে ধন্যবাদ! কোনও সংবাদপত্র আমার জীবনকে পরিচালনা করতে পারবে না।’ প্রশ্ন হল, মিমি যদি রাজের সঙ্গে গোয়াতে নাই গিয়ে থাকেন, তাহলে এই খবর বাজারে রটাল কে?

Advertisement


‘সংবাদ প্রতিদিন’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মিমি কোনও লুকোছাপা না রেখে এর জন্য শুভশ্রীকে দায়ী করেন। ইঙ্গিত দেন, শুভশ্রীই নাকি সাংবাদিকদের ফোন করে বলেন, রাজ ও মিমি গোয়াতে রয়েছেন। অথচ, সেই টুইটটি করতে গিয়ে নাকি শুভশ্রী নিজের লোকেশন সেটিংস অফ করতে ভুলে যান এবং টুইটটির লোকেশন দেখাচ্ছিল নর্থ গোয়া। শুভশ্রীকে নিশানা করে ‘অশিক্ষিত তো, লোকেশন সেটিংস অফ  করতে জানে না।’ বলে মন্তব্য করেন মিমি। ‘সংবাদ প্রতিদিন’কে দেওয়া সাক্ষাৎকারে মিমি আরও বলেন, ‘আমি পুজোতে কলকাতাতেই ছিলাম। অষ্টমীর দিন আমার পারিবারিক বন্ধু জয়দীপদার বাড়ি গিয়েছিলাম। দশমীতে অরূপদার (বিশ্বাস) সুরুচি সংঘের পুজোয় ছিলাম। তারপর দিদির বাড়িতে বিজয়া করতে গেলাম। দশমীর পর একদিনের জন্য জলপাইগুড়ি গিয়েছিলাম কাজে।’ এই সব কর্মব্যস্ততার মাঝখানে তাঁর ‘ক্লোন’ গোয়া যেতে পারলেও তিনি পারবেন না বলে কটাক্ষও করেন।

[ফের ঘনিষ্ঠ রাজ-মিমি, শুনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা শুভশ্রীর]


মিমির সমর্থনে মাইক্রো ব্লগিং সাইটে এগিয়ে আসেন অভিনেত্রী নুসরত, পরিচালক বিরসা। প্রত্যেকেই মিমির সততার প্রশংসা করেন। এই সবের মধ্যে শুভশ্রী বেশ চুপচাপই ছিলেন। কিন্তু বুধবার সেই আগুনে ঘি ঢেলে দিলেন অভিনেত্রী নিজেই। মিমি তাঁকে ‘সংবাদ প্রতিদিন’-এ অশিক্ষিত বলে আক্রমণ করার পর এদিন তিনি টুইট করেন, ‘ক্লাসি মানুষ তখনই হয় যখন তাঁর অনেক কিছু বলার থাকলেও মূর্খদের সামনে চুপ করে থাকতে জানে।’ বোঝাই যাচ্ছে, শুভশ্রীও বেশ রেগে রয়েছেন। সবমিলিয়ে আপাতত রাজ-মিমি ও শুভশ্রীর এই ত্রিকোণ প্রেমের জল্পনা শান্ত হওয়ার কোনও ইঙ্গিত নেই। বরং তাঁদের এই কাদা ছোড়াছুড়ি অমিতাভ-রেখা-জয়া বা হেমা মালিনী-সঞ্জীব কুমার ও ধর্মেন্দ্রর মধ্যেকার অশান্তির কথা মনে করিয়ে দিচ্ছে। দেখে নিন শুভশ্রীর মহা বিতর্কিত টুইট-

[OMG! ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন ‘বিগ বস ১১’-র এই প্রতিযোগী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ