BREAKING NEWS

৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

উপহার নিয়ে বাড়ির সামনে হাজির এ কোন অতিথি! আনন্দে আত্মহারা সুদীপ্তা চক্রবর্তী

Published by: Suparna Majumder |    Posted: April 7, 2023 3:09 pm|    Updated: April 7, 2023 3:09 pm

Sudipta Chakraborty in 'pleasant shock' as this celebrity dropped gift at her house | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক হাউসফুল শো ‘বিনোদিনী অপেরা’র (Binodini Opera)। অভিনয়ের জন্য প্রশংসিত সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। তবে এবার এমন এক ঘটনা ঘটল যাতে আনন্দে আত্মহারা অভিনেত্রী। সুদীপ্তার বাড়ির সামনে এসে উপহার দিয়ে গিয়েছেন এক বিখ্যাত মানুষ।

Binodini-Opera

শাড়ি উপহার পেয়েছেন সুদীপ্তা। আর তার ছবি শেয়ার করে জানিয়েছেন বিখ্যাত মানুষটির নাম। তিনি মুনমুন সেন (Moon Moon Sen)। হ্যাঁ, ‘বিনোদিনী অপেরা’ দেখার পর তিনিই সুদীপ্তার বাড়ি গিয়ে দিয়ে এসেছেন শাড়িগুলি। সুদীপ্তা জানান, গত সপ্তাহে মুনমুন সেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি ‘বিনোদিনী অপেরা’ দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন।

[আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রির কথা ছেড়ে দিলাম, ছবির সহ-অভিনেতারাও চুপ’, হেনস্তার ঘটনায় আক্ষেপ স্বস্তিকার]

টিকিট কেটে নাটকটি দেখেন মুনমুন সেন। পরে মাঝরাতে সুদীপ্তাকে ফোন ও মেসেজ করে জানান তাঁর কতটা ভাল লেগেছে ‘বিনোদিনী অপেরা’। দর্শকরা যেভাবে হাততালি দিয়ে নাটকের পর অভিবাদন জানিয়েছিলেন, তাও ভাল লেগেছে অভিনেত্রীর। পরে আবার তিনি সুদীপ্তাকে গরম জলে স্নান করে শুতে যাওয়ার আগে গার্গল করার পরামর্শ দিয়েছেন। সকালেও যেন সুদীপ্তা গার্গল করেন, তাও বলেছেন।

Actor Moonmoon Sen r

গত ৫ এপ্রিল সুদীপ্তাকে উপহার দেওয়ার ইচ্ছে প্রকাশ করে তাঁর ঠিকানা জানতে চান মুনমুন সেন। ঠিকানা দিয়ে সুদীপ্তা জানিয়েছিলেন তিনি নিজে মুনমুন সেনের কাছে গিয়ে উপহারটি নিয়ে আসবেন। তবে মুনমুন সেন নিজে সুদীপ্তার বাড়ি গিয়ে উপহারটি দিয়ে আসেন। ঘটনাচক্রে সেই সময় সুদীপ্তা বাড়ি ছিলেন না। যখন বিষয়টি জানতে পারেন, যেমন বিব্রত হয়েছেন, তেমনই খুশি হয়েছে। “মুনদি তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো স্পর্ধা আমার নেই। আমি এই মুহূর্তের জন্য গোটা ব্রহ্মাণ্ডের কাছে কৃতজ্ঞ”, লেখেন সুদীপ্তা।

[আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে এবার ‘মুখোমুখি’-র নাট্যোৎসব, দেখা যাবে আটটি নতুন নাটক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে