৫ চৈত্র  ১৪২৯  সোমবার ২০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘কাশ্মীর ফাইলস’ ছবির সমালোচনায় স্বরা ভাস্কর, ‘আপনি চুপ করুন’, মন্তব্য নেটিজেনদের

Published by: Akash Misra |    Posted: March 16, 2022 2:26 pm|    Updated: March 16, 2022 5:02 pm

Swara Bhaskar gets brutally trolled as she takes a sly dig at vivek agnihotri | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। এমনকী, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বক্স অফিসেও কামাল দেখাচ্ছে এই ছবি। তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মোটেই খুশি নন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। নাম না করে ছবির টিমকে রীতিমতো কটাক্ষ করলেন স্বরা।

স্বরা সম্প্রতি টুইট করে লিখলেন, ”তুমি যদি তোমার সাফল্যের জন্য কারও শুভেচ্ছার আশা করে থাক, তাহলে গত পাঁচ বছর ধরে সবার মাথার উপর বসে কুৎসা করা উচিত হয়নি।”

সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন স্বরা। যে কোনও বিষয় নিয়ে স্বরা টুইট করলেই, নেটিজেনরা তাঁকে নিয়ে কটাক্ষ শুরু করে দেন। এবারও তেমনটিই ঘটল। নেটিজেনরা স্বরার টুইট পড়ে বুঝতেই পেরেছেন, আসলে ‘কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালককেই সমালোচনা করেছেন তিনি।

[আরও পড়ুন: প্রতিটি বিয়ের পরই আরেকটি প্রেম! শ্রাবন্তীকে ফের খোঁচা রোশনের? ]

নেটিজেনদের কথায়, স্বরার কেরিয়ার ডুবতে বসেছে। হাতে তাঁর কোনও কাজ নেই। নিজেকে বার বার খবরে নিয়ে আসার জন্যই বার বার এমনটি করেন তিনি। তবে স্বরা কিন্তু এসব নিয়ে এখনও কোনওরকম মন্তব্য করতে চাননি।

অন্যদিকে, ‘কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ইতিমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। পাশাপাশি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি দেখে সিনেমার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক বিজেপি (BJP) নেতা-মন্ত্রীরা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ছবিটির কর মকুব করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি সরকার ঘোষণা করেছে, সে রাজ্যের পুলিশ কর্মীরা ‘কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখতে চাইলেই সরকার বিশেষ ছুটি মঞ্জুর করবে।

এর মধ্যে মঙ্গলবার ফের ছবিটির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের ঐতিহাসিক গুরুত্বের কারণে এই ছবি সকলের দেখা উচিত। এর পরেই সেই নির্দেশ পালনে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গতকাল নিজেও ছবিটি দেখেন তিনি। টুইট করে ছবির প্রশংসা করেন। ছবির পরিচালক বিবেকও পালটা টুইট করে ধন্যবাদ জানান হিমন্তকে।

[আরও পড়ুন: শাহরুখের ‘সারপ্রাইজ’ ভেস্তে দিলেন সলমন! ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে