BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

অতিমারীর সুযোগ নিয়ে টাকা হাতানোর চেষ্টা! স্ক্রিনশট পোস্ট করে সতর্ক করলেন স্বস্তিকা

Published by: Suparna Majumder |    Posted: May 7, 2021 12:00 pm|    Updated: May 7, 2021 12:00 pm

Swastika Mukherjee gave fake alert on social media on Corona situation | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারী পরিস্থিতিতে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর একে হাতিয়ার করেই করোনার (Corona Virus) বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারকারা। সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়েরা একের পর এক পোস্ট শেয়ার করে চলেছেন। কোথায় কোভিডের (COVID-19) ওষুধ পাওয়া যাচ্ছে? কোথায় মিলতে পারে বেড? কোথাই বা পাওয়া যেতে পারে অক্সিজেন? সমস্ত আপডেট শেয়ার করছেন স্টুডিওপাড়ার চেনা মুখেরা। তবে এর মধ্যেও কিছু সুযোগসন্ধানী রয়েছে। যারা টাকা হাতানোর চেষ্টা করছে। এদের বিরুদ্ধেই সরব হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।

দিল্লি পুলিশকে ট্যাগ করে দু’টি স্ক্রিনশট টুইটারে শেয়ার করেছেন স্বস্তিকা। যার একটিতে ওষুধের ৬টি ডোজের বিনিময়ে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। আরেকটিতে অক্সিজেন সিলিন্ডারের বদলে ১ লক্ষ ৭০ হাজার টাকা নগদের দাবি করা হয়েছিল। শুধু তাই নয় গ্রাহককে ভোর রাতে একা গিয়ে সেই টাকা দিতে বলা হয়েছিল। দু’টি ঘটনার অভিযোগই দিল্লি পুলিশের (Delhi Police) কাছে জানানো হয়েছে। টুইটের ক্যাপশনে স্বস্তিকাও ‘ফ্রড অ্যালার্ট’ লিখে সতর্ক করেছেন।

[আরও পড়ুন: বাংলার পরিস্থিতি নিয়ে ‘ভুয়ো’ তথ্য সোশ্যাল মিডিয়ায়, কঙ্গনার বিরুদ্ধে FIR দায়ের তৃণমূল মুখপাত্রের ]

শুধু কলকাতা নয় সারা দেশের তারকারা একজোট হয়ে করোনার বিরুদ্ধে এই ভারচুয়াল যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে ভূমি পেড়নেকরের অনুরোধে বেলেঘাটার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। আবার ভূমির টুইটে সাড়া দিয়েই বলিউড অভিনেত্রী নাফিসা আলির কলকাতার আত্মীয়ার পাশে দাঁড়িয়েছিলেন পরমব্রতরা। স্বস্তিকা-সৃজিতদের টুইটের সৌজন্যেই অরিজিৎ সিংয়ের মায়ের জন্য এ নেগেটিভ গ্রুপের পুরুষ রক্তদাতা পাওয়া গিয়েছে। এখন অনেকটাই ভাল আছেন অরিজিতের মা। সোশ্যাল মিডিয়ায় গায়ক জানিয়েছেন, আর রক্তের প্রয়োজন নেই তাঁর মায়ের। পাশাপাশি বাকিদেরও এইভাবে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: আত্মীয়ের জন্য অক্সিজেন চেয়ে টুইট রায়নার, ‘দশ মিনিটে পাঠাচ্ছি’, পাশে দাঁড়িয়ে বার্তা সোনুর]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে