সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা হয়েছিল টেলিভিশনের পর্দা থেকে। দর্শকদের মনে ধরেছিল তাঁর ঘরোয়া ইমেজ। কিন্তু বোকাবাক্সের বাইরে হামেশা অন্য মেজাজে ধরা দেন টেলিভিশনের ‘বহু’রা। সেই ধারাই বজায় রেখেছেন শমা সিকন্দর। সম্প্রতি পিঙ্ক বিকিনিতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ধরা দিলেন শমা। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
টেলিভিশন দুনিয়ায় পা রেখেছিলেন ২০০৩ সালে। জনপ্রিয় হয়েছিল তাঁর শো ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’। এরপর রিয়ালিটি শো থেকে বড়পর্দা, সব জায়গায় খ্যাতি ধরে রাখার চেষ্টা করেছেন শমা। তবে সেভাবে আর দর্শকদের মন কাড়তে পারেননি অভিনেত্রী। ২০১০ সালে নিজের একটি ডিজাইন কোম্পানি লঞ্চ করেন শমা। পাশাপাশি চলতে থাকে ফ্যাশন মডেলিং। এরপরই মার্কিন ব্যবসায়ী জেমস মিলিরনকে বিয়ে করে বিদেশেই সেটলড হয়ে যান রাজস্থানের কন্যা।
[প্রশংসা করেও অক্ষয়ের ছবিকে সমালোচনাতেই বিঁধলেন তসলিমা]
কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকে। বিশেষ করে হঠাৎ মেক-ওভারের পর থেকে। পুরো চেহারাই পালটে যায় তাঁর। নিজের স্টারডম ভালই ধরে রেখেছেন শমা। মাঝে মধ্যেই সিজলিং অবতারে দেখা যায় তাঁকে। যা দর্শকরা বেশ পছন্দ করেন।
[দেশকে ভালবেসে পাকিস্তানে অনুষ্ঠানের অফার ফেরালেন এই অভিনেত্রী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.