Advertisement
Advertisement

Breaking News

Vivek Agnihotri

‘আগে খেতাম, এখন নিরামিষাশী’, গোমাংস খাওয়া নিয়ে স্বীকারোক্তি বিবেক অগ্নিহোত্রীর

আর কী বললেন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক?

The Kashmir Files director Vivek Agnihotri speaks about satvik lifestyle amid his viral 'beef' video | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 10, 2022 11:29 am
  • Updated:September 10, 2022 11:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পর থেকেই বার বার খবরের শিরোনামে উঠে আসেন বিবেক অগ্নিহোত্রী। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্কিত মন্তব্য করে খবরে আসেন বিবেক। তবে এবার পুরনো এক ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসলেন পরিচালক। নতুন টুইট করে ভাইরাল হওয়া ভিডিওর উত্তর দিলেন বিবেক।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি গোমাংস খাওয়ার স্বপক্ষে বিবেকের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিও প্রসঙ্গ ঢাকতেই বিবেক নতুন একটি টুইট করেন। এই টুইটে বিবেক লেখেন, ‘আমি এখন সাধারণ জীবনযাপন করছি। সাত্যিক আহার করছি। জীবন দর্শনটাই বদলে গিয়েছে আমার। আমার শরীর, আমার মস্তিষ্ক সবই এখন শান্ত ও নিয়ন্ত্রিত। নিরামিষ খাবারেও তৃপ্তি পাওয়া যায়। ‘

Advertisement

প্রসঙ্গত, ণবীর কাপুরের (Ranbir Kapoor) পুরনো সাক্ষাৎকারের জেরে মুক্তির আগে বেশ বিপাকে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) টিম। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে। এবার মহাকাল মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হল রণবীর এ আলিয়াকে। বজরং দলের বিক্ষোভের জেরে মন্দিরে ঢুকতেই পারলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। পুজো শুধুমাত্র দিতে পারলেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji)।

Advertisement

[আরও পড়ুন: ছবির শুটিংয়ে এসেছিলেন রানি এলিজাবেথ, সেই স্মৃতি স্মরণ করে আবেগঘন কমল হাসান ]

বিতর্কের সূত্রপাত হয়েছিল রণবীরের ‘রকস্টার’ সিনেমার মুক্তির সময়। সেই সিনেমার প্রচারের সময়ই অভিনেতা জানিয়েছিলেন, তাঁর পরিবার পেশোয়ারে থাকত। তাই নানা ধরনের মাংস খেতে পছন্দ করেন তাঁরা। রণবীর নিজেও গোমাংস খেতে ভালবাসেন বলেও জানান। পুরনো সেই সাক্ষাৎকার ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে নতুন করে ভাইরাল হয়। এতেই ক্ষিপ্ত হন অনেকে। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়। ছবি বয়কটের ডাকও দেওয়া হয়। এমনকী, আলিয়া ভাটকেও হিন্দুবিরোধী তকমা দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ার এই বিক্ষোভ এবার মহাকাল মন্দিরের বাইরেও দেখা গেল। গতকাল অর্থাৎ মঙ্গলবার মহাকাল মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে নিয়ে গিয়েছিলেন রণবীর, আলিয়া এবং অয়ন। তাঁদের আসার খবর পেতেই মন্দির চত্বরে জড়ো হয়ে যান বজরং দলের সমর্থকরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। তাঁদের উপস্থিতিতেই বিক্ষোভ দেখাতে থাকেন বজরং দলের সমর্থকরা। আলিয়া ও রণবীরকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান। ‘জয় শ্রীরাম’ স্লোগানও নাকি দেওয়া হয়।

এমন বিক্ষোভের জেরে আর মন্দিরে প্রবেশ করার ঝুঁকি নেননি রণবীর-আলিয়া। শুধুমাত্র অয়ন মন্দিরে ঢুকে পুজো দেন। সিনেমার সাফল্য কামনা করেন। আগামী শুক্রবারই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। উল্লেখ্য, ছবিতে শিবের ভূমিকাতেই অভিনয় করছেন রণবীর। আলিয়া রয়েছেন ইশার (যার অর্থ পার্বতী) ভূমিকায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

[আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ হানি সিংয়ের, মোটা টাকা খোরপোষে হল রফা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ