Advertisement
Advertisement
Ganapath box office collection

২০০ কোটি বাজেটের ‘গণপত’-এর আয় মোটে ১০ কোটি! গর্জনে ব্যর্থ ‘ফ্লপ’ টাইগার

ঝা চকচকে স্টার কাস্ট নিয়েও ছবির ভরাডুবি।

Tiger Shroff’s 200 crore Ganapath barely minted Rs 10 crore | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 26, 2023 3:22 pm
  • Updated:October 26, 2023 3:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরী গড়ন, ফিটনেসে বলিপাড়ার হিরোদের দশ গোল দিলেও টাইগার শ্রফের (Tiger Shroff) সিনেমার বাজারে কিন্তু দীর্ঘদিন ধরেই মন্দা চলছে! গত বছর ‘হিরোপন্তি ২’ ছবিটিও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। তেইশে ‘গণপত’-এর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বক্স অফিসে একেবারে ভরাডুবি।

২০০ কোটি বাজেটের এই ছবি ঘরে লভ্যাংশ তোলা তো দূর অস্ত! নিদেনপক্ষে আয় করতেও ব্যর্থ। অথচ ঝা চকচকে স্টার কাস্ট! টাইগার শ্রফ, কৃতী স্যাননের পাশাপাশি অমিতাভ বচ্চনও রয়েছেন। গত শুক্রবার ধীর গতিতেই ওপেনিং হয়েছিল। ‘গণপত’-এর (Ganapath box office collection) পয়লা দিনের আয় মোটে ২.৫০ কোটি টাকা। যা কিনা এখনও পর্যন্ত টাইগারের ফিল্মি কেরিয়ারে সবথেকে কম ওপেনিং কালেকশন। রিলিজের পর থেকেই প্রতিদিন গড় আয়ের হিসেব থাকছে ১ কোটি থেকে ২.৫ কোটি টাকার মধ্যে। বুধবার ‘গণপত’-এর কামাই মোটে ১.১০ কোটি টাকা। সবমিলিয়ে ভারতে মোট ১০.৯০ কোটি টাকা আয় করতে পেরেছে টাইগার শ্রফের ছবি।

Advertisement

Ganapath Film Review: Tiger Shroff Goes From Loafer To Leader

Advertisement

প্রসঙ্গত, ডেবিউ ফিল্মের হিরোইন কৃতী স্যাননের ২০১৪ সালে হিরোপন্তি দিয়েই বলিউডে পা রেখেছিলেন টাইগার শ্রফ। ৯ বছর পর সেই জুটি পর্দায় ফিরলেও বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারল না! ভবিষ্যতের দুনিয়ায় ধনী-দরিদ্রের লড়াই নিয়েই ‘গণপত’-এর গল্প। বলিউডের নতুন সায়েন্স ফিকশন সিনেমা এটি। ২০৭০ সালের প্রেক্ষাপটে সাজানো গল্প। যেখানে গণপত ওরফে গুড্ডুর ভূমিকায় অভিনয় করেছেন টাইগার শ্রফ (Tiger Shroff)। তাঁর নায়িকা জসসি হিসেবে দেখা গিয়েছে কৃতী স্যাননকে (Kriti Sanon)। তবে ছবির আসল চমক অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ