Advertisement
Advertisement

ফ্ল্যাটে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ, টালিগঞ্জে চাঞ্চল্য

একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন মৌমিতা।

Tolly actress found dead in Kolkata flat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 10, 2018 10:44 am
  • Updated:September 13, 2019 12:00 pm

অর্ণব আইচ, কলকাতা: অভিনেত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল টালিগঞ্জ এলাকায়। মৃতের নাম মৌমিতা সাহা। শুক্রবার রাতে টালিগঞ্জের একটি ফ্ল্যাট থেকে ২৩ বছরের অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করে থাকতে পারেন ওই অভিনেত্রী। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

[পরীক্ষার্থী ১১ লক্ষ, মাধ্যমিকে এই প্রথম বসছে না কোনও জেলবন্দি]

Advertisement

শুক্রবার রাতে ঘটনাটি ঘটে রিজেন্ট পার্ক এলাকার অশোক নগর এলাকায়। জানা গিয়েছে, হুগলির ব্যান্ডেলের বাসিন্দা মৌমিতা রিজেন্ট পার্কের ফ্ল্যাটে থাকতেন। সেখান থেকেই নিয়মিত শুটিংয়ের কাজে যেতেন। একাধিক টেলিভিশন সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। সাম্প্রতিক ‘কুসুমদোলা’ সিরিয়ালেও দেখা গিয়েছিল তাঁকে। নিয়মিত নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেন মৌমিতা। কিন্তু প্রায় দেড়মাস ধরে তাঁর কোনও ছবি ফেসবুকে দেখা যায়নি। পুলিশের ধারণা মানসিক অবসাদের জেরেই মৃত্যুর পথ বেছে নিতে পারেন উঠতি অভিনেত্রী।

Advertisement

19731862_248032442360982_1795203612236781873_n

[রেজাল্টের আগেই ইন্টারনেটে মার্কশিট! বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়]

তবে যেভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে, তাতে হত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার রাতে যখন রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে মৌমিতার মৃত্যদের উদ্ধার করা হয়। ফ্ল্যাটের কোলাপসেবল গেটটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। সেই তালা ভেঙে যখন পুলিশ ঘরে ঢোকে তখন বেডরুমের দরজাও খোলা ছিল। মৌমিতার দেহ সিলিং ফ্যানে ঝুলছিল। অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একাধিক পোস্ট ডিলিট করেছিলেন অভিনেত্রী। বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে নায়িকার সোশ্যাল মিডিয়ার আপডেটগুলি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। তাঁর কললিস্টও চেক করা হবে বলে জানা গিয়েছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। পাশাপাশি তদন্তের অন্যান্য কাজও নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে।

[১২ ও তার কমবয়সী শিশুকে ধর্ষণে মৃত্যুদণ্ড, নয়া বিল রাজস্থানে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ