সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ায় খোলামেলা, অদ্ভূতদর্শন পোশাকের জন্য ট্রেন্ডিং হলেও উরফি জাভেদের রাজনৈতিক সচেতনতা নিয়ে এবার প্রশংসার বন্যা। দিল্লির রাজপথে কুস্তিগিরদের হেনস্তা করার প্রতিবাদে বিজেপির আইটি সেলকে যেভাবে ‘সবক’ শেখালেন তিনি, তার জন্য নিন্দুকরা এবার পালটা প্রশংসা করলেন উরফির।
রবিবার দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনই ধরা পড়ল লজ্জাজনক চিত্র! দেশের জন্য সোনা-রুপো জেতা কুস্তিগিরদের রাজপথে ফেলে লাঠিচার্জের ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। দিল্লির মসনদে বসা শাসকদলের বিরুদ্ধে নিন্দার ঝড়। ঘটনার রেশ থামতে না থামতেই নেটপাড়ায় ভাইরাল হল আরও এক ছবি। প্রিজনভ্যানে বসা সংগীতা ফোগাট, ভিনেশ ফোগাটদের হাসিমুখের নিজস্বী। যে ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বজরং পুনিয়ার তরফে টুইটে বলা হয়েছে, “আইটি সেলের তরফেই এসব ভুয়ো ছবি ছড়ানো হচ্ছে। যে বা যারা এই ছবি বিকৃত করে ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ করব।” এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন উরফি জাভেদ।
[আরও পড়ুন: ‘খুন হতে পারি’, পুলিশি হাজিরা এড়াতে সাফাই ‘ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালকের?]
উল্লেখ্য, সংগীতা ফোগাট, ভিনেশ ফোগাটদের হাসিমুখের ছবি নেটপাড়ায় ভাইরাল করে গেরুয়া সমর্থকদের একাংশের দাবি, “সংসদ ভবনের সামনে নাটকের পরে।” যে দেশে বেটি বাঁচাও বেটি পড়াও-এর পাঠ পড়ানো হয়, সেদেশে নারীদের এমন অবমাননার বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলেছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবার সেই যজ্ঞেই ঘৃতাহূতি উরফি জাভেদের।
Why do people edit photos like this to prove their lies ! Kisi ko Galat thehrane k Liye itna nahi girna chahiye k jhoot ka sahara liya jaaye pic.twitter.com/PVS7b1bJtT
— Uorfi (@uorfi_) May 28, 2023
[আরও পড়ুন: ‘রাগের মাথায় কি মানুষ খুন করবেন?’, ক্ষমাপ্রার্থী মাচা শো উদ্যোক্তাকে সপাট প্রশ্ন রুকমার]
টুইটে প্রতিবাদ করে উরফির মন্তব্য, “নিজেদের মিথ্যাচারকে সত্যি প্রমাণিত করার জন্য এভাবে কেন ছবি এডিট করে কেউ! কাউকে ভুল প্রমাণিত করার জন্য এতটাও নিচে নামা উচিত নয় যে সেখানে মিথ্যার আশ্রয় নিতে হবে।”