Advertisement
Advertisement
Urfi Javed

‘ভুল ভুলাইয়া’র ছোটে পণ্ডিত সাজায় খুন-ধর্ষণের হুমকি, ‘ধর্ম রক্ষক’দের তোপ উরফির

হুমকি দেওয়া মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন সোশাল মিডিয়া স্টার।

Urfi reacted after getting threats for recreating Rajpal Yadav's Bhool Bhulaiyaa look | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 31, 2023 4:14 pm
  • Updated:October 31, 2023 9:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভুল ভুলাইয়া’র ছোটে পণ্ডিত সেজে সোশাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছিলেন। তাতেই খুন আর ধর্ষণের হুমকি পাচ্ছেন। এমনই অভিযোগ উরফি জাভেদের (Urfi Javed)। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শেয়ার করেছেন স্ক্রিনশট।

Urfi Javed in Halloween mood with Bhool Bhulaiyaa Twist | Sangbad Pratidin

Advertisement

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া’। সুপারহিট সেই ছবিতে অক্ষয় কুমার, বিদ্যা বালানের পাশাপাশি ছোটে পণ্ডিত হিসেবে রাজপাল যাদবও তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। কানে জ্বলন্ত ধূপকাঠি, গলায় গাঁদা ফুলের মালা পরে নিজের অভিনয়ে জাদুতে দর্শকদের হাসিয়েছিলেন রাজপাল। পরে যখন কার্তিক আরিয়ান, তাব্বু, কিয়ারা আডবাণী অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পায়, তখনও এই চরিত্রকে রাখা হয়েছিল। উরফি সেই রূপ ধারণ করেছিলেন হ্যালোউইনের জন্য।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

[আরও পড়ুন: মধ্যপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে কার্তিক আরিয়ান! ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেতা]

“পানি! আশা করি সবার ভুল ভুলাইয়া সিনেমার ছোটে পণ্ডিতকে মনে আছে। অনেক কষ্টে হ্যালোউইন পার্টির জন্য সেজেছিলাম কিন্তু যেতে পারিনি তাই ভাবলাম এখানেই ভিডিও শেয়ার করি”, ক্যাপশনে একথা লিখেই মজার ছলে ভিডিওটি আপলোড করেছিলেন উরফি। কিন্তু তা নেটিজেনদের একাংশের পছন্দ হয়নি। এমনিতে নিজের উদ্ভট ফ্যাশনের জন্য ব্যঙ্গ, বিদ্রুপ সহ্য করতেই থাকেন উরফি। কিন্তু এবারে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। হুমকি দেওয়া মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন সোশাল মিডিয়া স্টার।

Urfi-Threat

এর পরই আবার ইনস্টাগ্রামে নিজের ছবির পাশাপাশি রাজপাল যাদবের ছবি শেয়ার করে লিখেছেন, “রাজপাল যাদব করলে কোনও সমস্যা নেই আমি করলেই যত দোষ। বিনা কারণেই একের পর এক খুন আর ধর্ষণের হুমকি পাচ্ছি। ভুল ভুলাইয়ার ছবির মুক্তির ১০ বছর পর আমি যখন এই লুক নিলাম তখনই আচমকা সব তথাকথিত ধর্ম রক্ষকরা জেগে উঠেছে। কোনও ধর্মের কোনও নির্দিষ্ট রং নেই, প্রত্যেক ধর্মেই ধূপকাঠি ব্যবহার করা হয় আর ফুলেরও নির্দিষ্ট কোনও ধর্ম হয় না।”

Urfi-Reaction

[আরও পড়ুন: নদীতে ভেসে উঠল জনপ্রিয় অভিনেতার ছেলের পচগলা দেহ! চাঞ্চল্য ওপার বাংলায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ