BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

IFFA-য় নাচতে গিয়ে কেলেঙ্কারি! রাখির গাউনে পা জড়িয়ে হোঁচট খেলেন ভিকি কৌশল

Published by: Sandipta Bhanja |    Posted: May 28, 2023 7:19 pm|    Updated: May 28, 2023 7:19 pm

Vicky Kaushal almost falls as he grooves Sheila Ki Jawani with Rakhi Sawant at IIFA 2023 | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: IFFA-র মঞ্চে নাচ করতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড! রাখি সাওয়ান্তের গাউনের ঘেরে পা জড়িয়ে হোঁচট খেলেন ভিকি কৌশল। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল।

প্রসঙ্গত, ফিল্মিদুনিয়ার সবথেকে গ্ল্যামারাস অনুষ্ঠান IIFA অ্যাওয়ার্ডস নিয়ে ব্যস্ত গোটা বলিউড। মুম্বই থেকে আরব আমিরশাহীতে ভিড় জমিয়েছেন তাবড় তারকারা। অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্বে ছিলেন ভিকি কৌশল এবং অভিষেক বচ্চন। সেই অনুষ্ঠানের মঞ্চেই নাচতে গিয়ে হোঁচট খেলেন ভিকি।

[আরও পড়ুন: পরকীয়ার গুঞ্জন! মিথিলার সঙ্গে ডিভোর্সের জল্পনা তুঙ্গে, মুখ খুললেন সৃজিত]

আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শনিবার রাতে জমে উঠেছিল নাচে-গানে। উপস্থিত ছিলেন ভিকি কৌশলের ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমার নায়িকা সারা আলি খানও। সেখানে ভিকি-সারার সঙ্গে দেখা যায় রাখি সাওয়ান্তকেও। মঞ্চে তখন চলছে অভিনেতার স্ত্রী ক্যাটরিনা কাইফের সুপারহিট গান- ‘শিলা কি জওয়ানি’। সেই গানেই তিন তারকা একসঙ্গে পা মেলাতে গিয়েছিলেন। এরপরই ঘটে বিপত্তি!

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, নাচার সময়ে রাখির গাউনের ঘেরে পা জড়িয়ে যায় ভিকি কৌশলের। হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিলেন অভিনেতা। ওদিকে সারা আলি খান ও রাখি সাওয়ান্ত ভিকির এমন পড়ে যাওয়া দেখে তো প্রায় হতবাক! দেখুন সেই ভিডিও-

[আরও পড়ুন: ‘সেটে আগে ডেকে…’, ফিল্ম ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য নিয়ে বিস্ফোরক ‘রাতারাতি স্টার’ হওয়া আদা]

উল্লেখ্য, এই অনুষ্ঠানেই সলমন খানের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ভিকিকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। পরে অবশ্য সেসব মিটমাট হয়ে যায়। ভাইজান ভিকিকে দেখেই বুকে জড়িয়ে ধরেন।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে