Advertisement
Advertisement

Breaking News

Vikram Vedha

২০ বছর পর পর্দায় মুখোমুখি হৃত্বিক-সইফ, প্রকাশ্যে এল ‘বিক্রম ভেদা’র ট্রেলার

ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। 

Vikram Vedha trailer out | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 8, 2022 5:08 pm
  • Updated:September 8, 2022 5:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখোমুখি বলিউডের দুই হ্যান্ডসাম নায়ক। দুজনেই মারকুটে। একজন ভালর জন্য লড়ছেন, তো আরেকজন লড়ছেন খারাপের হয়ে। সত্য ও মিথ্যার এক আজব লড়াই। ঠিক এরকমই গল্প নিয়ে তৈরি হয়েছে হৃত্বিক রোশন ও সইফ আলি খানের ‘বিক্রম ভেদা’ (Vikram vedha)। এবার সেই ছবিরই ট্রেলার এল প্রকাশ্যে। এর আগে ২০০২ সালে হৃত্বিক ও সইফকে দেখা গিয়েছিল ‘না তুম জানো না হাম’ ছবিতে। 

বলিউড এখন বয়কট বিতর্কে বিদ্ধ। আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’, তাপসী পান্নুর ‘দোবারা’ ছবিকে বয়কট করা নিয়ে তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায়। বক্স অফিসেও এই ছবি গুলোর দশা একেবারে বেহাল। অন্যদিকে, ছবি মুক্তির আগেই বয়কট বিতর্কে ঢুকে পড়েছে আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ এবং হৃত্বিক ও সইফের ‘বিক্রম ভেদা’। তবে এই বিতর্ক, শোরগোলের মাঝেও বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ্যে এনে সবার নজর কেড়ে নিল ‘বিক্রম ভেদা’। সইফ ও হৃত্বিকের এই ছবির ট্রেলারই বুঝিয়ে দিল বহুদিন পর সিনেপর্দায় কোমর বেঁধে নামতে চলেছেন হৃত্বিক রোশন!

Advertisement

[আরও পড়ুন: ‘চিত্রগুপ্ত’র অবতারে চমক দিলেন অজয় দেবগন, প্রকাশ্যে থ্যাংক গড ছবির প্রথম ঝলক]

ট্রেলারটি একেবারেই অ্যাকশনে ভরা। ঝলক দেখে যা বোঝা যাচ্ছে, এই ছবির গল্প ভাল ও মন্দের লড়াই। শুধু তাই নয়, জানা গিয়েছে, জনপ্রিয় লোককথা বিক্রম-বেতালের গল্পের আদলেই এই ছবির গল্প এগোবে। যেখানে সইফকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর অন্যদিকে হৃত্বিক খলনায়ক! পুলিশের হাতে পরে একেক সময় একেক গল্প শোনাবে। তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে হৃত্বিক চম্পট।

Advertisement

ইতিমধ্যেই এই ট্রেলার দেখে হৃত্বিক অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু। হৃত্বিকের নতুন অবতার চমকে দিয়েছে সবাইকে। অনেকেই বলছে, বহুদিন পর এই ছবির মধ্যে দিয়েই হৃত্বিক পকেটে পুরবেন হিট। ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। 

[আরও পড়ুন: ফের বড়পর্দায় ফিরছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’, মুখ্য ভূমিকায় জিতু ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ