BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

কথার অজুহাতে জড়িয়ে ধরে চুমু, যুবকের সঙ্গে কী করলেন বাংলাদেশি অভিনেত্রী?

Published by: Suparna Majumder |    Posted: May 24, 2023 11:46 am|    Updated: May 24, 2023 11:46 am

Viral Video of Bengledeshi Actress Shirin Shila | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভক্তে’র আবদার রাখতে তাঁর সঙ্গে কথা বলছিলেন। সেই কথা বলাই কাল হল।  সুযোগ পেয়েই যুবক অশালীন কাজ করে বসেন। বাংলাদেশি অভিনেত্রী শিরিন শিলাকে (Shirin Shila) জড়িয়ে ধরে খেল চুমু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। কিন্তু বিড়ম্বনার পর চুপ করে থাকেননি অভিনেত্রী। যুবককে ক্যামেরার সামনে হাজির করে এমন কাজের কৈফিয়ত চাইলেন তিনি।

Shirin-Shila-Kiss-inci

ভাইরাল ভিডিও অভিনেত্রী নিজেও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, অভিযুক্ত যুবককে খাবার টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু যুবক জানাতে থাকেন তিনি অভিনেত্রীর সঙ্গে বসে খেতে চান। তাঁর সঙ্গেই থাকতে চান। এমন কথা বলতে বলতেই অভিনেত্রীকে জড়িয়ে ধরেন। তখনও কিছু বলেননি শিরিন। হাসিমুখেই যুবকের সঙ্গে কথা বলে যাচ্ছিলেন। কিন্তু আচমকা অভিনেত্রীকে চুমু খেয়ে বসেন স্বঘোষিত ‘ভক্ত’। সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন: চাই শুধু দীপিকাকে, বলিউডের ‘মস্তানি’তে মজেছেন ক্রিস গেইল ]

এমন ঘটনায় শিরিন প্রথমে অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন। হাসিমুখে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ভিডিওর ক্যাপশনে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এ কেমন ভালবাসা?’ একাধিক ইমোজি ব্যবহার করে নিজের বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী।

পরে আরও একটি ভিডিও শেয়ার করেন শিরিন। তাতেই জানা যায়, যুবকের নাম মাসুদ রানা। “পাগল সেজে কত বড় অভিনয় করল লুচ্চা প্রতারক”, এই ক্যাপশন দিয়েই ভিডিওটি শেয়ার করেন অভিনেত্রী। তাতে অভিনেত্রী পা জড়িয়ে ধরে যুবককে ক্ষমা চাইতে দেখা যায়। কেন এমন কাজ করেছে, তার কৈফিয়ত চান অভিনেত্রী। শেষে কান ধরে ক্ষমা চায় যুবক।

[আরও পড়ুন: শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে