BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

নুসরতকে ছেড়ে অন্য কারও সঙ্গে রোম্যান্টিক ডেট যশের, ব্যাপার কী?

Published by: Suparna Majumder |    Posted: March 28, 2023 8:11 pm|    Updated: March 28, 2023 8:11 pm

Yash Dasgupta shared Romantic Date video | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলটা কী যশের? এই তো কদিন আগে নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে দিব্যি খুনসুটি করছিলেন। এর মধ্যেই প্রেমিকাকে ছেড়ে অন্য কারও সঙ্গে রোম্যান্টিক ডেটে চলে গেলেন! তাও আবার নিজের ভোল পালটে ফেলে।

Here is what Nusrat Jahan did with Yash Dasgupta | Sangbad Pratidin

না না, আকাশ কুসুম কল্পনা করে ফেলবেন না। এ সবই যশ (Yash Dasgupta) করেছেন এক অনলাইন সংস্থার বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপনের শুরুতে একেবারে সাধারণ ছেলের লুকে দেখা যাচ্ছে অভিনেতাকে। চোখে রয়েছে মোটা ফ্রেমের চশমা। তাতেই রোম্যান্টিক ডেট মাঝপথে ভেস্তে যায়।

[আরও পড়ুন: উদ্ভট ফ্যাশনেই সোশ্যাল মিডিয়া তারকা, মাসে কত রোজগার উরফির? জানলে চমকে যাবেন]

এরপরই কাহানি মে ট্যুইস্ট। বিষন্ন যশকে দেওয়া হয় বিপণি সংস্থার পোশাক। আর তা পরেই স্টাইলিশ হয়ে ওঠেন বাংলার তারকা। তাতেই হয় বাজিমাত। যশের এই নতুন ভিডিও নুসরতেরও বেশ পছন্দ হয়েছে। তাইতো লাইক দিয়েছেন অভিনেত্রী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

এমনিতে যশের সঙ্গে দিব্যি সময় কাটছে নুসরতের। সিনেমার পর্দায় ফের জুটি বাঁধছেন তারকা যুগল। আগামীতে দেবরাজ সিনহার পরিচালনায় থ্রিলারধর্মী ‘শিকার’ ছবিতে দেখা যাবে দু’জনকে। যশ-নুসরত ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এর পাশাপাশি আবার ‘ইয়ারিয়াঁ’ ছবির মাধ্যমে বলিউডেও ডেবিউ করছেন যশ।

[আরও পড়ুন: আর লুকোছাপা নয়, পরিণীতি-রাঘবের প্রেমে সিলমোহর আপ সাংসদের, কী লিখলেন টুইটারে? ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে