Advertisement
Advertisement

Breaking News

বিচ্ছেদের পর কাকে পাশে পেয়ে সুখী মিমি?

কাকে পাশে পেয়ে এমন বিচ্ছেদের দিনেও খুশির হাওয়া মিমির মনে?

After Breakup Mimi shares her happy moments, guess with whom?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2016 7:36 pm
  • Updated:June 18, 2019 7:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ পাঁচ বছরেরে স্টেডি রিলেশন ভেঙে গিয়েছে৷ টলিপাড়ায় রাজ-মিমি জুটির সম্পর্কে ইতি পড়েছে৷ কিন্তু এ সব সত্ত্বেও বেশ সুখী মিমি চক্রবর্তী৷ কিন্তু কাকে পাশে পেয়ে এমন বিচ্ছেদের দিনেও খুশির হাওয়া মিমির মনে?

একসময় টলিপাড়ায় পোক্ত জুটি ছিলেন রাজ ও মিমি৷ কিন্তু সময় গড়াতেই সেখানেও চিড় ধরেছে৷ শোনা গিয়েছিল, তুরস্কে বিরসা দাশগুপ্তর ছবির শুটিংয়ের সময়, লাইন প্রোডিউসরের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি৷ যদিও তিনি বলেছেন, সম্পর্ক ছিল নেহাতই বন্ধুত্বের৷ কিন্তু বিশ্বাস করেননি রাজ৷ অবশ্য রাজের পক্ষেও বিশ্বাস না করার যুক্তি আছে৷ যে মিমিকে তিনি এতদিন চিনে এসেছেন, সেই মিমিকে তিনি নাকি ইদানিং চিনতে পারছিলেন না৷ হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে মিমির থেকে উত্তর আসত না৷ যোগাযোগ ক্রমশ কমে আসছিল শেষ এক বছরে৷ এমনকী রাজের মায়ের অসুস্থতার খবরেও নির্বিকার ছিলেন মিমি৷ এরপরেই তাঁর সন্দেহ গাঢ় হয়৷ খোঁজখবর নিয়ে রাজ জানতে পারেন, মিমির জীবনে এসেছে নতুন পুরুষ৷ আর তারপরই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন তিনি৷

Advertisement

বিচ্ছেদের এই দিনেও কিন্তু মিমি বেশ খুশি৷ কেননা পাশে পেয়েছেন বন্ধুকে৷ তিনি আর কেউ নন, টলিপাড়ারই অপর নায়িকা নুসরত৷ সম্প্রতি নুসরতের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিমি৷ আর তাঁর ক্যাপশনে যা লিখেছেন তার সারকথা এই, জীবনে অনেক ভাঙাগড়ার পরেও সুখী হওয়ার কিছু কারণ থাকে৷ তা হল নির্ভেজাল বন্ধুতা৷ খাঁটি বন্ধুই দুঃখের দিনে পাশে দাঁড়ায়, তারপর হইহই করে ভুলিয়ে দেয় সবকিছু৷ মিমির পাশেও বোধহয় সেভাবেই এসে দাঁড়িয়েছেন নুসরত৷ আর তাই বিচ্ছেদের মেঘ যতই থাকুক, বন্ধু পাশে থাকাই মানে খুশির রোদ্দুর৷ সেই রোদ্দুরের ঝিলিকই যেন ছড়িয়ে পড়েছে মিমির পোস্টে ও ছবিতে৷ সম্পর্কের জুটিটা ভেঙেছে, কিন্তু বন্ধুত্বের এ জোড়ি আটুট থাকুক-টলিপাড়ার এ ছবি দেখে সকলের আশা এটাই৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ