Advertisement
Advertisement

Breaking News

অভিনয় থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি, সবেতেই এখনও তিনি বাদশা

কীভাবে স্ট্র্যাটেজি সাজান শাহরুখ?

Know what Shah Rukh Khan is planning
Published by: Bishakha Pal
  • Posted:November 1, 2018 12:01 pm
  • Updated:November 1, 2018 12:34 pm

তিনি এসআরকে। এখন জীবনের কঠিনতম লড়াইয়ে! ছবি চলছে না। নানা কথা বলছে লোকে। বরাবরের মতো গা ঝাঁকানি দিয়ে উঠেছেন সেগুলো দুরমুশ করতে। বলিউড থেকে সৌম্যদীপ্ত বন্দ্যোপাধ্যায়

এগারো বছর আগের দিওয়ালিটা নিশ্চয়ই ভোলেননি তিনি।

Advertisement

দিনটা ছিল ৯ নভেম্বর, ‘ওম শান্তি ওম’-এর রিলিজ।

Advertisement

সকাল থেকে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওপেনিং শোয়ের কালেকশন জানাতে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের বিখ্যাত বাড়ির ল্যান্ডলাইন সেদিন বেজেই চলেছিল। চারদিকে শুধু হিট হিট গন্ধ। তার আগের বছর ‘কবীর খান’ হিসেবে ‘চক দে’-ও সুপারহিট। সব মিলিয়ে শাহরুখ মানেই তখন রাজকীয় উপস্থিতি। বাদশাহি মেজাজ।

কাট টু ২০১৮। আগামী কাল কিং খানের জন্মদিন। এই দিওয়ালিতে তাঁর কোনও ছবি রিলিজ নেই, এক সময়ের আশপাশের বন্ধুরা তাঁর কাছ থেকে বছর পাঁচেক আগে থেকেই সরে গেছেন। লাস্ট দু’বছর তাঁর ছবি শুধু চলেনি বললে কম বলা হবে, এত বাজে ভাবে ফ্লপ করেছে যে, তিনি ডিস্ট্রিবিউটারকে টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন।

প্রায় ২৮ বছর আগে মুম্বই আসার পর এ রকম জৌলুসহীন, নিষ্প্রভ দোসরা নভেম্বর তাঁর এসেছে কি না তাই নিয়ে তার এক সময়ের বন্ধুদের মধ্যেই তর্ক তুঙ্গে।

কিন্তু তিনি তো শাহরুখ খান! এত সহজে কি তাহলে ওয়াকওভার দিয়ে দেবেন তাঁর স্টারডমকে? এত অনায়াসে কি তিনি হার মেনে নেবেন আজকের রণবীর-রণবীরদের সামনে?

‘দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং’ বলার আগে কি একবারও জ্বলে উঠবেন না ‘কবীর খান’?

নতুন ইকো সিস্টেম চাই কিং খানের। ঠিক এ সব জানতেই মঙ্গলবার ঢুঁ মারলাম মন্নতে। গত কয়েক বছর সেই রকম কোনও পার্টি না দিলেও যা জানা গেল, এ বারের জন্মদিনটা বিরাটভাবে সেলিব্রেট করছেন কেকেআর মালিক।

দেখুন, শাহরুখ খান একজন মাস্টার বিজনেসম্যান। সঙ্গে একজন টপ স্ট্র্যাটেজিস্ট। ওঁর ক্যালকুলেশনের লেভেল আলাদা। লাস্ট তিন-চার বছর যে তাঁর ছবি চলেনি সেটা শাহরুখ নিজে সবার আগে স্বীকার করবেন। তাই জন্যই নিজের হারানো স্টারডম ফিরে পাওয়ার প্রথম ‘পিট স্টপ’ হিসেবে সে বেছে নিয়েছেন কালকের জন্মদিন। তিনি তৈরি করেছেন একটা অন্য স্ট্র্যাটেজিও।

টার্নিং পয়েন্ট ‘অন্ধাধুন’! কী বললেন আয়ুষ্মান? ]

কী সেটা?

যা জানা গেল, শেষ দু-এক বছরে রজনীকান্ত কি সলমন খানের কেরিয়ার কীভাবে চলে তা নিয়ে নাকি অনেক পড়াশোনা করেছেন শাহরুখ। এবং আগের ‘মার্কেট রিপোর্ট’ থেকে যা বেরিয়ে এসেছে তা হল, রজনীকান্ত ও সলমন- দু’জনেই একটা অদ্ভুত পৃথিবী বানিয়ে ফেলেছেন যে পৃথিবীতে কোনও ফ্লপ নেই। সেটা সম্ভব হয়েছে অসম্ভব লয়্যাল ফ্যানবেসের জন্য। যারা রজনীর ছবি ভোর চারটের শো-তেও হাউসফুল করে। সলমনের ফ্যানেরা তাঁর ফ্লপ ছবির ব্যবসাও ১৫০ কোটি করে দেয়।

“এর পরই আসে শাহরুখ-ম্যাজিক। ও কিন্তু এই সময়টা নষ্ট না করে রজনীকান্ত এবং সলমনের স্টারডমটা নিয়ে পড়াশোনা করছে। ও দেখেছে, এই দু’জন চেনা প্রোডিউসর এবং ডিরেক্টর ছাড়া ছবি করে না। পুরো দেশে এদের নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। বাকি কো অ্যাক্টররা এদের ছবি থাকলে সব ডেট সরিয়ে রেখে এদের দু’জনকে ডেট দিয়ে দেয়। শাহরুখ এতদিন ছবি করলেও তাঁর এরকম লয়্যাল ‘ইকো সিস্টেম’ কোনও কালেই ছিল না। আগের শাহরুখের সেটা দরকারও পড়ত না।

কিন্তু আজকের শাহরুখ বুঝেছে যে, এই ইকো সিস্টেম না থাকলে স্টারডমে টেকা যাবে না। তাই ২০২১-এর মধ্যে শাহরুখ এই পৃথিবীটা বানিয়ে ফেলতে চায়,” বলছিলেন তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু।

কিন্তু সেটা কী করে বানাবেন শাহরুখ খান?

“এর জন্য ওর পুরো টিম সব ডেটা নিয়ে বসেছিল। ওর ফ্লপ ছবিগুলো কোন কোন জায়গায় ভাল চলেছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। সেই অঞ্চলে আগামী দু’বছর শাহরুখকে প্রায়ই দেখতে পাওয়া যাবে। এছাড়া, কিছু দেশ বিদেশের শহর আছে যেখানে শাহরুখকে নিয়ে পাগলামি সলমন কিংবা আমিরের থেকে বেশি। যেমন কলকাতা। এই শহরগুলোকে প্রায়োরিটি টেবলে আগে রাখা হচ্ছে। শাহরুখের ছবি রিলিজ হলে এই শহরে মার্কেটিং স্ট্র্যাটেজি একেবারেই আলাদা রকমের হতে হবে। এমন নির্দেশই দিয়ে রেখেছে শাহরুখ,” বলছিলেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু।

তিপান্নতম জন্মদিনের আগে, মন্নতের ভিতরে সবচেয়ে বড় খবর মনে হয় এটাই। আর সত্যি তো, এরকম কোনও নতুন স্ট্র্যাটেজিই না নিলে শাহরুখ খানের স্টারডম-এর সিংহাসন কিন্তু টলমল।

“শাহরুখই একমাত্র স্টার যার ঝুলিতে ৩০০ কোটির বা তার বেশি বক্স অফিসে সাফল্য নেই। সলমন, আমিরের কিন্তু আছে। সেদিক থেকে দেখতে গেলে ওর শেষ ব্লকবাস্টার ছিল ‘চেন্নাই এক্সপ্রেস’। সেটাও পাঁচ বছর আগে। আর তার পর থেকে শাহরুখের কোনও ব্লকবাস্টার হিট নেই,” বলছেন ট্রেড বিশেষজ্ঞ তরন আদর্শ।

ঠিকই বলেছেন তরন। যে সময়টা শাহরুখের স্টারডমে কালো মেঘ জমেছে, ঠিক তখনই তাঁদের জীবনের সবচেয়ে বড় কিছু হিট দিতে সক্ষম হচ্ছেন সলমন (বজরঙ্গি ভাইজান) ও আমির (দঙ্গল)। এমনকী, মুখে কেউ কিছু না বললেও মুম্বইয়ের ট্রেড মহল এই মুহূর্তে অক্ষয় কুমারকেও শাহরুখ খানের আগে রাখছেন।

এমন অবস্থায় ৫৩তম জন্মদিনের আগে নায়কের আশেপাশে অনেকেই এই ফেজটাই শাহরুখের ‘লাস্ট ল্যাপ’ বলছেন।

“দেখুন, শাহরুখ জানে কীভাবে টাকা বানাতে হয়, শাহরুখ নিজের মার্কেটিং-টাও ভাল বোঝে। এই ক’বছরেও এমন বুদ্ধিদীপ্ত লগ্নি করে রেখেছে যে ছবি ফ্লপ করলেও ও কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু এটাও ঠিক, এত ইনভেস্টমেন্ট, বলিউডের ‘হাইয়েস্ট আর্নিং মুভিস্টার’-এর তকমা সত্ত্বেও সারসত্যটা হল, শেষ পাঁচ বছরে ওর কোনও হিট নেই,” বলছিলেন তাঁর ঘনিষ্ঠ এক সাংবাদিক।

কিন্তু যেহেতু তিনি শাহরুখ, তাই কেউই তাঁকে হিসেবের বাইরে ফেলে দিচ্ছেন না। সেই জন্যই ২১ ডিসেম্বর আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ এখন থেকেই ‘হট প্রপার’টি। অনেকেই বলছেন, এই ছবি মুক্তি পাওয়ার পরই আবার তাঁর হারানো স্টারডম ফিরে পাবেন কিং খান।

কিন্তু যদি ছবি না চলে, তাহলে?

ধুর, জন্মদিনের আগে এসব বলতে নেই।

হ্যাপি বার্থডে, শাহরুখ খান।

#MeToo নিয়ে তোলপাড় দেশ, এরই মধ্যে উঠে এল নারীশক্তির কথা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ