সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জয় লীলা বনশালি বারংবার বলেছেন, রণবীর এবং দীপিকার সঙ্গে কাজ করে তিনি ভীষণ আনন্দ পান। তাই যেকোনও সময় তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেলেই এক কথায় রাজি হয়ে যান। সম্ভবত সেই কারণেই মাত্র রণ-দীপস জুটিকে নিয়ে তিনটি ছবি করেই এই যাত্রা শেষ করতে চান না তিনি।
কয়েকদিন আগেই একটি বিশেষ অনুষ্ঠানে দীপিকাকে পরিচালক বনশালিকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সোজাসুজি জানিয়ে দেন, ‘বনশালি স্যার যদি বলেন তবে তিনটে কেন, আমি আরও ১০ টা সিনেমা ওঁর সঙ্গে করতে পারি। কারণ ওনার সঙ্গে কাজ করার মজাটাই আলাদা। আমি কাউকে বোঝাতে পারব না উনি কতটা যত্ন নিয়ে আমাদের কাজ সেখান। আর শুধু তাই নয়, কাজের বাইরেও আমাদের থাকা, খাওয়া-দাওয়া এবং অন্যান্য বিষয় নিয়েও তিনি যথেষ্ট মনোযোগী।’
আবার এই একই প্রসঙ্গে রণবীর বলেছেন, ‘বনশালি স্যারের মতো মানুষ খুব কমই আছে আমার জীবনে। উনি আমাকে যতটা বোঝেন, ততটা অন্য কোনও পরিচালক আমায় বোঝেন বলে আমার মনে হয় না।’
এমনকি পরিচালক নিজেই এই বিষয়ে বলেছেন, ‘রণবীর ও দীপিকা আমার কাছে আমার ছেলে-মেয়ের মতো। ওরা কখন কি চাইছে সেটা আমার থেকে ভাল আর কেউ বোঝে না। আর আমার যতদূর মনে হয়, আমার সঙ্গে ওরা যখন কাজ করে তখন ওদের সেরাটাই ওদের ভেতর থেকে বেরিয়ে আসে। সেই জন্যই ওদের সঙ্গে আমার শেষ তিনটি সিনেমা দেখলে বুঝবেন ওরা কতটা সাবলীলভাবে প্রতিটি চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছে। এই কারণেই ওদের সঙ্গে শুধু তিনটে নয়, আগামী যে কটা ছবি আমি বানাব সেই সব কটাতেই অনায়াসে কাজ করতে পারি।’
[মুসলিম ভাবাবেগে আঘাত, প্রিয়ার গানের বিরুদ্ধে মৌলবিদের ফতোয়া]
‘পদ্মাবত’ নিয়ে মুক্তির আগে থেকেই দেশ জুড়ে আলোচনা ও বিরোধিতার কোনও শেষ ছিল না।অনেক সময় তো আবার এমনও হয়েছে কর্নি সেনারা হাত তুলেছেন স্বয়ং পরিচালকের গায়ে। কখনও আবার তাঁরা দীপিকাকে দিয়েছেন প্রানের হুমকি। কিন্তু কোনও কিছুতেই দমে যাননি, বনশালী-দীপিকা-রনবীর জুটি। সব বাধাবিপত্তি পেরিয়েও অবশেষে দেশ জুড়ে মুক্তি পেয়েছে ছবিটি। এমনকি প্রতিবেশী দেশ পাকিস্থানেও প্রচুর প্রশংসা অর্জন করেছে ‘পদ্মাবত’ । বর্তমানে বক্স অফিস বলছে দেশ জুড়ে এই ছবির উপার্জিত টাকার অঙ্ক হল ২৬০ কোটি। ‘পদ্মাবত’ এই রকম সাফল্যে ভীষণ খুশি সকলেই। তাই জানা নেই, খুশির রেশ কাটিয়ে আবার এই জুটি নতুন ভাবে কোনও কাজে হাত দেওয়ার ছক কষছেন কিনা। পুরোটাই এখন সময়ের অপেক্ষা। দেখাই যাক আবার কোন নতুন চমক নিয়ে আগামিদিনে আমাদের সামনে হাজির হন পরিচালক।
[বিয়ের আলাদা রূপকথা নিয়ে বড়পর্দায় ফিরছে কোয়েল-যিশু জুটি]