Advertisement
Advertisement

সিন্ধুর চরিত্র পর্দায় তুলে ধরবেন দীপিকাই!

হায়দরাবাদি শাটলারের চরিত্রে আর কাউকে কী এর থেকে বেশি মানাতে পারে?

Deepika to enact shuttler PV Sindhu on silver screen!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 2, 2017 3:03 pm
  • Updated:May 2, 2017 3:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠাকুরদাদা ছিলেন মাইসুরু ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব৷ বাবা প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন লেজেন্ড৷ ছোট থেকে নিজেও ব্যাডমিন্টন খেলতেন৷ জাতীয় স্তর পর্যন্ত খেলেছেন৷ কিন্তু দশম শ্রেণির পর খেলা ছেড়ে দেন৷ কারণ তাঁর মনে হয়েছিল, কেবলমাত্র পরিবারের তাগিদেই খেলাটা খেলে চলেছেন তিনি৷ তাঁর আসল ভালবাসা গ্ল্যামার জগৎ৷ সেই তাগিদেই মডেলিং পেশায় পা রাখা৷ তারপর শুরু বলিউড সফর৷ আজ তিনি বলিউডের মস্তানি৷ কিন্তু ব্যাডমিন্টন আজও রয়ে গিয়েছে তাঁর রক্তে৷ রক্তের সেই টানেই এবার পর্দায় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর ভূমিকায় দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে৷

[‘পাকিস্তান মুর্দাবাদ’, শহিদদের মুণ্ডচ্ছেদের প্রতিবাদে স্লোগান স্কুল পড়ুয়াদের]

Advertisement

বায়োপিক এখন বলিউডের হট পিক৷ আমির, সলমন, প্রিয়াঙ্কার মতো তারকারাও এই পথে হেঁটে সাফল্য পেয়েছেন৷ সেই তালিকায় নয়া সংযোজন হতে চলেছে অলিম্পিক মেডেল জয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু৷ সিন্ধুর বায়োপিক দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রযোজক সোনু সুদ৷ একটি সাক্ষাৎকারে সোনু জানান, যেদিন সিন্ধু রিও ওলিম্পিকে রুপো ঘরে তুলেছিলেন, সেদিনই প্রথমবার বায়োপিক তৈরির কথা তাঁর মাথায় এসেছিল৷ এ নিয়ে নাকি তিনি গবেষণাও শুরু করে দিয়েছিলেন৷

Advertisement

[অনিচ্ছাকৃত খুনের মামলায় জেরা করা হবে বিক্রমকে]

সম্প্রতি ছবির স্বত্বও কিনে নিয়েছেন সোনু৷ কিন্তু ছবির কাস্টিং নিয়ে কিছু জানাননি তিনি৷ তবে সোনু না জানালেও বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, সিন্ধুর চরিত্রের জন্য দীপিকাই সোনুর প্রথম পছন্দ৷ ইতিমধ্যেই সাইনা নেহওয়ালের বায়োপিকের কথাও শোনা গিয়েছে৷ যা পর্দায় নাকি ফুটিয়ে তুলতে চলেছেন শ্রদ্ধা কাপুর৷ সে জন্য দীপিকাও নাকি সিন্ধুর চরিত্রটি করতে চান৷ আর ‘হ্যাপি নিউ ইয়ার’ কো-স্টার সোনুর সঙ্গে তাঁর সম্পর্কও বেশ ভাল৷ অবশ্য আপাতত সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতী’র শুটিংয়েই ব্যস্ত নায়িকা৷ তারপর এ নিয়ে ভাবনাচিন্তা করবেন তিনি৷ চিত্রনাট্য পছন্দ হলে তবেই এগোবেন দীপিকা৷

[যোগীর রাজ্যে হাসপাতালে শববাহী গাড়ি না পেয়ে ছেলের দেহ কাঁধে বইলেন বাবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ