Advertisement
Advertisement

প্রেমদিবসে অনুরাগীদের সুখবর দিলেন দেব-রুক্মিণী

কী জানালেন দু'জনে?

Dev share teaser of film 'Kidnap'
Published by: Sayani Sen
  • Posted:February 14, 2019 9:42 pm
  • Updated:February 15, 2019 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলুলয়েড ছাড়া সেভাবে দুজনকে একসঙ্গে দেখা যায় না৷ তবুও টলিপাড়ায় দেব-রুক্মিণীর সম্পর্কের কথা সকলের জানা৷ প্রেমদিবসেও কি করছেন দু’জনে, তা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই৷ তারকা জুটি এমন বিশেষ দিনে অনুরাগীদের কথা ভুলে যাবেন তা কি হয়? বরং তাঁদের জন্য সুখবর শোনালেন সেলিব্রিটি জুটি৷ সোশ্যাল সাইটে শেয়ার করলেন তাঁদের আগামী ছবি ‘কিডন্যাপ’র টিজার৷

[মনমোহন সিং হয়ে বিপাকে অনুপম খের, অভিনেতার বিরুদ্ধে দায়ের অভিযোগ]

রাজা চন্দর ছবি ‘কিডন্যাপ’৷ এই ছবিতেই দেখা যাবে দেব-রুক্মিণীকে৷ ছবিতে দেবকে দেখা যাবে ডিজের ভূমিকায়৷ একজন চিত্র সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে৷ একটি পাবে দেখা হয় তাঁদের৷ ওই পাবেই রুক্মিণী দেখেন চলছে চোরাচালান৷ ওই ছবিকে ক্যামেরাবন্দি করেন চিত্র সাংবাদিক৷ চোরাচালানকারীদের বিষ নজরে পড়ে যান তিনি৷ অপরাধ ধামাচাপা দিতে রুক্মিণীকে অপহরণ করে তারা৷ কুচক্রীদের হাত থেকে রুক্মিনীকে বাঁচাতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে দেব৷ এই নিয়ে এগোবে ছবির চিত্রনাট্য৷ দিনকয়েক আগে এই থ্রিলার ছবির একটি দৃশ্যের ছবি ভাইরাল হয়ে যায়৷ ওই ছবিতে দেখা গিয়েছে রুক্মিণীকে নেলপলিশ পরিয়ে দিচ্ছেন দেব৷ দু’জনের চোখের ভাষাতেই প্রকাশ পেয়েছে ভালবাসা৷ ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব৷ যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ সাড়া জাগিয়েছে৷ 

Advertisement

[আবারও জুটি বাঁধছেন পাওলি-ঋত্বিক]

DEV-RUKMINI

এই ছবিতে দেব-রুক্মিণী ছাড়াও দেখা যাবে চন্দন সেন, শ্রীপর্ণা রায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সাহিদুর রহমান, বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম রায়চৌধুরীকে৷ ছবির সংগীত পরিচালনা করেছে জিৎ গঙ্গোপাধ্যায়৷ সংলাপ এন কে সলিলের৷ ছবি মুক্তির দিন এখনও জানা যায়নি৷ পর্দায় দেব-রুক্মিণীর ম্যাজিক দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সিনে অনুরাগীরা৷

[গল্প হলেও সত্যি, এই ১০ ছবির শুটিংয়ে মিলনে লিপ্ত হয়েছিলেন নায়ক-নায়িকারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement